নিউজপলিটিক্সরাজ্য

হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন মমতা, আবেগে ভেসেছেন হাজার হাজার মানুষ

তার সঙ্গে ছিলেন সুব্রত বক্সী এবং শেখ সুফিয়ান

×
Advertisement

দিন কয়েক আগে প্রার্থী তালিকা ঘোষণার সময় জানিয়ে দিয়েছিলেন তিনি এবারে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন নন্দীগ্রাম আসন থেকে। আর এবারে সেই আসন থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে এই মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল নেত্রী। তার সঙ্গে ছিলেন সুব্রত বক্সী এবং শেখ সুফিয়ান। প্রসঙ্গত উল্লেখ্য মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন আগে নন্দীগ্রামে চলে এসেছিলেন মমতা ব্যানার্জি। ঘটনাচক্রে তার প্রতিদ্বন্দ্বি শুভেন্দু অধিকারী একইদিনে নন্দীগ্রামে রয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisements
Advertisement

নন্দীগ্রাম থেকে কপ্টারে চেপে হলদিয়া এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে ১ কিলোমিটার পদযাত্রা করে মহকুমা শাসকের দপ্তরে এসে পৌছলেন মমতা। তারপর প্রক্রিয়া মেনে মনোনয়নপত্র জমা দিলেন।

Advertisements

অন্যদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে একটি সভা করেছেন। সেখান থেকে তিনি মমতাকে ভেজাল হিন্দু বলে কটাক্ষ করলেন। পাশাপাশি তাকে বহিরাগত বলেও কটাক্ষ করেছেন। ২৯৪ আসনে নির্বাচন হলেও এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি হতে চলেছে সবথেকে হাইপ্রোফাইল আসন। এই আসনে একদিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী। অন্যদিকে আবার রয়েছেন তৃণমূলের হয় মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements
Advertisement

আগামী শুক্রবার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি মিঠুন চক্রবর্তীকে তিনি ব্যবহার করবেন তার প্রচারের কাজে। অন্যদিকে ইতিমধ্যেই বাংলা নিজের মেয়েকে চায় পোস্টারে ছেয়ে গিয়েছে হলদিয়া। মহকুমা শাসকের দপ্তরে আবেগে ভেসেছেন হাজার হাজার মানুষ। তার সঙ্গে উঠেছে খেলা হবে স্লোগান। সবকিছুকে সঙ্গী করে মহাকুমা দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়ে শুভেন্দু সঙ্গে সম্মুখ সমরে নামতে তৈরি হলেন মমতা।

Related Articles

Back to top button