Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নন্দীগ্রাম থেকেই প্রতিদ্বন্দিতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিবরাত্রির দিন জমা দেবেন মনোনয়নপত্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবারে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রাম কে নিজের ছোট বোন বলে অভিহিত করার পর থেকেই জল্পনা…

Avatar

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবারে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রাম কে নিজের ছোট বোন বলে অভিহিত করার পর থেকেই জল্পনা চলছিল তিনিও এবারে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই জল্পনা এবারে সত্যি হতে চলেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সুব্রত বক্সী কে সরাসরি এই বিষয়ে জানিয়ে দিয়েছেন। দলনেত্রীর ইচ্ছাকে যথেষ্ট সম্মান করে সুব্রত বক্সী ওই আসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চিহ্নিত করে ফেলেছেন।আগামী ১১ মার্চ তারিখে শিবরাত্রির দিন মনোনয়নপত্র জমা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই আসনের জন্য। নন্দীগ্রাম আসনে ভোট হবে আগামী ১ এপ্রিল তারিখে। তাঁর এত দিন আগে থেকেই মনোনয়নপত্র জমা দিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর নন্দীগ্রামের তেখালি জনসভা থেকে নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “ভবানীপুর আমার বড় বোন হলে নন্দীগ্রাম আমার ছোট বোন।” এই মন্তব্যের পর পর থেকেই জল্পনা শুরু হয়ে যায় তিনি নন্দীগ্রাম আসনে প্রার্থী হতে চলেছেন।অন্যদিকে, গ্রামের ছেলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তিনি শুধুমাত্র দাঁড়াতে পারবেন একটি আসন থেকেই। হয় তাকে দাঁড়াতে হবে নন্দীগ্রাম থেকে না হয় তাকে দাঁড়াতে হবে ভবানীপুর থেকে। এখনো পর্যন্ত সঠিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে দাঁড়াবেন কিনা। কিন্তু নন্দীগ্রাম আসন একেবারে সুনিশ্চিত। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ দিয়েছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে নন্দীগ্রাম আসন থেকে ৫০,০০০ এর বেশি ভোটে পরাজিত করবেন। রাজনৈতিক মহলের বর্তমানে জল্পনা শুভেন্দু নিজের চ্যালেঞ্জ রাখতে পারবেন নাকি পুরনো দলের সুপ্রিমোর কাছে হেরে যাবেন।তবে নন্দীগ্রাম থেকে মনোনয়ন পেয়েছেন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একবার উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন। উত্তরবঙ্গে আগামী ৬ মার্চ তারিখে শিলিগুড়িতে একটি কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপরের দিন সেখানে একটি রোড শো করবেন। রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচনের আগে এই রোড শো এবং জনসভা উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্বকে আরো চাঙ্গা করে তুলবে।
About Author