Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘ভাঙা পায়ে খেল হবে’, হুইলচেয়ারে বসেই হুমকি মমতার

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম প্রচারে গিয়ে আহত হওয়া। তবে আজ রবিবার থেকে ফের তৃণমূল সুপ্রিমো তার পুরনো কর্মসূচি…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম প্রচারে গিয়ে আহত হওয়া। তবে আজ রবিবার থেকে ফের তৃণমূল সুপ্রিমো তার পুরনো কর্মসূচি অনুযায়ী ভোট প্রচারের কাজে মাঠে নেমে পড়েছেন। তিনি অবশ্য এর আগেই ভিডিও বার্তার মাধ্যমে বলে দিয়েছিলেন যে পায়ে যন্ত্রণা থাকলেও সে তার কোন কর্মসূচি বাতিল করবে না। আজ রবিবার মুখ্যমন্ত্রী স্বয়ংক্রিয় হুইল চেয়ারে বসে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন। আজকে গান্ধী মূর্তি পাদদেশ থেকে হাজরা অব্দি তৃণমূলের মিছিলে তিনি হুইল চেয়ারে বসে নেতৃত্ব দেন।

হাজরার জনসভা থেকে আজ মুখ্যমন্ত্রী বলেছেন, “জীবনে আমি অনেক আঘাত পেয়েছি, কিন্তু আমি কখনো মাথা নোয়াতে শিখিনি। আমার আজ শরীরের যন্ত্রণা থেকে মনের যন্ত্রণাটা অনেক বেশি হচ্ছে। কারণ বাংলাকে ঘিরে চক্রান্ত চলছে। অশুভ শক্তির বিনাশ করতে হবে বাংলা থেকে।” এছাড়াও তিনি তার পায়ের চোট প্রসঙ্গে বলেছেন, “চিকিৎসকদের অনেক ধন্যবাদ। উনারা আমায় বেড রেস্ট নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই উপায় নেই। হুইল চেয়ারে করে ভাঙ্গা পায়ে ঘুরবো। কারণ সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কে? তাদেরকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাবে কে? আমার উপর ভরসা রাখুন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও মুখ্যমন্ত্রী আজ তৃণমূল কর্মীদের সকালেই টুইট বার্তায় জানিয়েছিলেন, “সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাব আমরা। আমার এখনো অত্যন্ত যন্ত্রণা রয়েছে পায়ে। কিন্তু সেই যন্ত্রণার থেকে বাংলার মানুষের যন্ত্রণা আমাকে আরো বেশি কুরেকুরে খাচ্ছে। আমার মানুষের যন্ত্রণা অনেক বেশি অনুভূত হচ্ছে। এর আগেও এই বাংলার পবিত্র মাটি রক্ষা করতে আমাকে কম যন্ত্রনা সহ্য করতে হয়নি। এখনো সহ্য করতে হচ্ছে। আগামী দিনেও আমি পবিত্র বাংলাকে রক্ষা করার জন্য যন্ত্রনা সহ্য করতে রাজি। কিন্তু কোন পরিস্থিতিতে আমি কাপুরুষদের সামনে মাথা নত করব না।”

About Author