Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘একটা পা নিয়ে বাংলা জয় করব, দ্বিতীয় পা দিয়ে দিল্লি’, হুগলির সভা থেকে বার্তা মমতার

বিধানসভা ভোটের আটটি দফার মধ্যে দুই দফা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি ৬ টি দফার জন্য নতুন বিধান দিলেন এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি বললেন, এবারে বিধানসভা ভোটে বুথের দলের…

Avatar

By

বিধানসভা ভোটের আটটি দফার মধ্যে দুই দফা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি ৬ টি দফার জন্য নতুন বিধান দিলেন এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি বললেন, এবারে বিধানসভা ভোটে বুথের দলের ডাকাবুকো মহিলাদের এজেন্ট করে দেওয়া হবে। চুঁচুড়া থেকে আক্রমণ করলেন দলের গদ্দার মীরজাফরদের বিরুদ্ধে। তার পাশাপাশি বললেন, ‘ভয় পেলে হবে না। বুথ ছেড়ে পালিয়ে যাওয়া যাবে না। সবাইকে মিলিটারি এবং বিজেপির মিলে ভয় দেখাচ্ছে। কিন্তু এসবে কোনো ভয় পেলে হবে না। লড়াই করে যেতে হবে।” এছাড়াও তিনি বললেন, “উনারা যদি না বসে তাহলে আমরা কন্যাশ্রীদের বসাবো। যারা বঙ্গজননী করেন তাদের এজেন্ট করা হবে। তাও যদি না হয় তাহলে দলের সবথেকে ঝগড়ুটে মহিলাদের সমস্ত বুথে এজেন্ট করে দেওয়া হবে। দেখি কার কত সাহস!”

এছাড়াও তিনি দাবি করেছেন, গুজরাটি রা বাংলা শাসন করবে না, বাঙালিরাই করবে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন আর দফায় নির্বাচন? ২ দফাতেই নির্বাচন হয়ে যায় কি চায় বিজেপি? চালাকি চলবে না। করণা হয়েছে বলে বিজেপি বন্ধ করতে চাইবে। এই চালাকি চলবে না। নির্বাচন যখন শুরু হয়েছে তখন শেষ করতে হবে। কন্যাশ্রী, সহ সমস্ত প্রকল্পে প্রচুর টাকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী খাতে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছে। বিজেপি আবার বলছে আয়ুষ্মান ভারত, আয়ুটাই নাই, তার আবার আয়ুষ্মান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তৃতীয় দফা ভোটের আগে চুঁচুড়া, চন্ডীতলা, উত্তরপাড়া এবং ভাঙ্গরে সভা করতে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও তার প্রতিশ্রুতি এবার মা বোনেদের জন্য হাত খরচের ব্যবস্থা করবে তৃণমূল সরকার। তৃতীয় দফার নির্বাচনের প্রথম প্রচার থেকেই একেবারে রণংদেহি মূর্তিতে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া ওই দিনকার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রয়েল বেঙ্গল টাইগার হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন, “আগামী দিন খেলার মাঠে খেলতে হবে। বিজেপিকে মাঠ খালি করতে হবে। জোড়া ফুলে ভোট দিতে হবে। ওরা দাঙ্গা করে পদ্মফুল টাকে পুরো নষ্ট করে দিয়েছে। ওরা যদি দাঙ্গা করে তাহলে আমাদের পাঙ্গা নিতে হবে। আমি একটা পা নিয়ে যা করে বেড়াচ্ছি, একটা পা নিয়ে বাংলা জয় করব। দুটো পা নিয়ে আগামীকাল দিল্লি জয় করতে হবে।”

About Author