Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পেঁয়াজের দাম জানতে যদুবাবুর বাজারে হানা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং সর্বোপরি উচ্চবিত্তদের এখন বাজারে গেলে রীতিমত পেঁয়াজের দামে ছ্যাকা লাগার উপক্রম। রান্নার জন্য পেঁয়াজ কাটতে বসার আগেই পেঁয়াজ কিনতে গিয়েই সাধারণের চোখে জল চলে…

Avatar

কলকাতা : নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং সর্বোপরি উচ্চবিত্তদের এখন বাজারে গেলে রীতিমত পেঁয়াজের দামে ছ্যাকা লাগার উপক্রম। রান্নার জন্য পেঁয়াজ কাটতে বসার আগেই পেঁয়াজ কিনতে গিয়েই সাধারণের চোখে জল চলে আসছে। কিন্তু কেন পেঁয়াজের এত দাম জানার জন্যই আজ যদুবাবুর বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার ঢু মারেন। নবান্নে যাওয়ার পথেই তার এরকম হঠাৎ আগমন যদুবাবুর বাজারে।

এতদিন পিয়াজ এর দাম সেঞ্চুরি হলেও এখন তা ছাপিয়ে গিয়েছে প্রায় ডাবল সেঞ্চুরির দিকে চলতে শুরু করেছে পেঁয়াজের দাম বাজারে এই দিন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। মুখ্যমন্ত্রী বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অনেকদিন ধরেই পেঁয়াজের দাম এইরকম ঊর্ধ্বমুখী কিছুতেই নামতে চাইছে না পেঁয়াজের সংকট মেটাতে ভিনদেশ থেকে পেঁয়াজ আনার ব্যবস্থা করা হলেও পেঁয়াজের দাম এতটুকুও কমেনি তাই পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রীর নিজেই আজ সশরীরে হাজির হলেন যদুবাবুর বাজারে।

তবে রাজ্য সরকার থেকে একটি সুরাহার পথ বেছে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সমস্ত রেশন দোকান গুলোতে কম দামে পেঁয়াজ বিক্রি করা হবে। এমনটাই জানান রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার এবং বলা হয় ৯৩৫ টি কাউন্টারে বিক্রির জন্য এই পেঁয়াজ পাঠানো হবে, যেখানে প্রায় ৫৯টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ সাধারণ মানুষ পেতে পারবেন।

মানুষের সত্যিকারেরই বিপর্যস্ত পেঁয়াজের দামে এবং পেঁয়াজ একটি সত্যিই খুব দরকারি জিনিস তা বোঝা গেল রবিবার সকালে কলকাতার রেশন দোকানে লাইন দেখে। কলকাতা শোভাবাজার, মুচিপাড়া শিয়ালদহের বেশকিছু রেশন দোকানে প্রতি কেজি ৫৯ টাকা দামে পেঁয়াজ বিক্রি হয়েছে।

About Author