গতকাল বাংলায় দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনের মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের খবর প্রায় সর্বক্ষণ খবরের শিরোনামে ছিল। মমতা শুভেন্দু মহাযুদ্ধে সরগরম হয়ে উঠেছিল গোটা বঙ্গ রাজনীতি। এমনকি গতকাল দুপুরে নন্দীগ্রাম বয়ালের ৭ নম্বর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালে বিজেপি সমর্থকরা তাকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেয় এবং তাকে আটক করে রাখবে। পরে বিশাল কেন্দ্রীয় বাহিনী নেমে মমতাকে দুঘন্টা বাদে ভোটকেন্দ্র থেকে বার করে নিয়ে আসে। তবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী সুরে তার জয়ের কথা জানিয়েছিলেন। একইভাবে আজ অর্থাৎ শুক্রবার ফালাকাটার একটি জনসভায় গিয়ে তিনি বললেন যে নন্দীগ্রামে তার জয় নিশ্চিত। তবে সেইসাথে তিনি বলেছেন, “একা জিতলে সরকার গঠন সম্ভব নয়। তাই তৃণমূলের আরো অন্তত ১৯৯ প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।”
আজ অর্থাৎ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ফালাকাটা একটি জনসভায় উপস্থিত হয়েছেন। তিনি সেখান থেকে বলেছেন, “তৃণমূলের আরও ১৯৯ জনকে যেটাতে হবে বাংলার মানুষকে। নাহলে তো আর সরকার গঠন সম্ভব না।” এছাড়া জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, “গতকাল নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর দাপট সবাই দেখতে পেয়েছেন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে প্রচার বন্ধ হলে কেন্দ্রীয় বাহিনী আপনাদের ভয় দেখাতে পারে। তবে তাতে গুরুত্ব দেবেন না।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়াও জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপির বিরুদ্ধে একহাত নিয়ে বলেছেন, “বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চায়। লোকসভা ভোটে উত্তরবঙ্গে প্রচুর আসন পেয়েছিল ওরা। সব টাকার খেলা। তবে ওরা যে তারপরও প্রতিশ্রুতি মতো কোনো কাজ করেনি। এবারে টাকাও দিচ্ছে আবার প্রতিশ্রুতিও দিচ্ছে। কিন্তু ওরা কোন কাজ করবে না। তাই টাকা দিতে চাইলে আগে ১৫ লক্ষ টাকা চেয়ে নিন ওদের থেকে।”