নিউজরাজ্য

সরকারি কর্মীদের স্বস্তি দিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি সেই ঘোষণা?

Advertisement
Advertisement

রাজ্য সরকারি কর্মীদের স্বস্তি দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে অফিসে আসতে দেরি হলেও সরকারি কর্মীদের হাজিরায় কোনো লাল কালি পড়বেনা, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১লা জুন থেকে ৭০ শতাংশ হাজিরা নিয়ে শুরু হয়ে গিয়েছে বেশিরভাগ সরকারি অফিস। কিন্তু রাস্তায় পর্যাপ্ত গাড়ির অভাবে অনেক সরকারি কর্মীই সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না অফিসে। এই অবস্থায় কর্মীদের স্বস্তি দিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

১লা জুন থেকে শুরু হয়েছে আনলক ১। একইসাথে খুলে গিয়েছে বেশিরভাগ অফিসও। লকডাউন শিথিল হলেও রাস্তায় এখনো পর্যাপ্ত পরিমাণে বাস বা অন্যান্য গাড়ি নামেনি। ফলে সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে নাকাল হতে হচ্ছে যাত্রীদের। যদিও আজ থেকে রাস্তায় নামার কথা বেসরকারি বাস। একইসাথে আজ থেকে অতিরিক্ত ৩০০ সরকারি বাস চালানোর কথাও ঘোষণা করেছে পরিবহন দপ্তর। তার মাঝেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা।

Advertisement

গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এই মুহূর্তে রাস্তায় বাসের সংখ্যা কম। অন্যান্য গাড়িও কম চলছে, বন্ধ লোকাল ট্রেন, মেট্রো। ফলে সকলেরই গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে। তাই মানবিকতার খাতিরে এই মাসে সরকারি কর্মীদের খাতায় পড়বে না লালকালি। রাজ্যের সমস্ত সরকারি অফিস, পঞ্চায়েত, পুরসভায় কার্যকর হবে নয়া নির্দেশিকা।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সরকারি কর্মীরা যে খুশিই হবে সেকথা বলাই বাহুল্য।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button