মন্দিরা বিবাহিতা ও এক সন্তানের মা । কিন্তু এই বয়সেও তাঁর পারফেক্ট বিকিনি ফিগার অনেককেই ঈর্ষাকাতর করে তোলে। নিয়মিত হার্ড ওয়ার্কআউট করেন ও প্রচুর শাকসবজি ও প্রোটিন খাবার খান। এদিকে বি-টাউনের ওপেন সিক্রেট, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি জমাটি প্রেম করছেন বঙ্গতনয়া মৌনী রায়। সাংবাদিক হওয়ার স্বপ্ন নিযে গিয়েছিলেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় পড়তে । সেখান থেকেই ডাক এল বলিপাড়ায় । এরপর একতা কাপুরের হাত ধরে সিরিয়াল জগতে পা রাখেন অভিনেত্রী।
ঠোঁটে ঠোঁটে চুমু, মলদ্বীপে বিকিনি পরে উদ্দাম নাচলেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়, দেখুন ভিডিও
মলদ্বীপই মন্দিরা বেদীর প্রিয় জায়গা। আর তাই বার বার মলদ্বীপকেই বেছে নেন সঞ্চালক অভিনেত্রী মন্দিরা। আজ ২৮ সেপ্টেম্বর 'নাগিন' খ্যাত মৌনী রায়ের জন্মদিন। এবারে তাঁকে নিয়েই ছুটে গেলেন অভিনেত্রী মন্দিরা…

আরও পড়ুন