বলি অভিনেত্রী মালাইকা অরোরা কাজুয়াল লুকে বেশিরভাগ সময় ক্যামেরার সামনে উপস্থিত হন। সম্প্রতি মালাইকার একটি লুক ব্যাপক ভাইরাল হয়ে গেছে ইন্টারনেট দুনিয়াতে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে যে গত শুক্রবার রাতে মালাইকা এক পার্টিতে নিয়ন রঙের একটি ড্রেস পরে এসেছেন। সেই ড্রেসের একপাশে ডিপ কাট রয়েছে। অভিনেত্রীকে যে ব্যাপক সুন্দরী লাগছিল, তা আলাদাভাবে বলার দরকার পরে না। এই ছবি দেখে রাতের ঘুম উড়েছে লাখ লাখ নেটিজেনদের।
Malaika Arora: আঁটোসাঁটো পোশাকে হতবোম্ব মালাইকা আরোরা, দেখে চোখ স্থির হয়ে গেল ফ্যানদের
বলি টাউনে একাধিক অভিনেত্রীর লাস্যময়ী রূপের খোঁচাতে ক্লিন বোল্ড হয়ে যান লাখ লাখ নেটিজেন। তবে হটনেস দিয়ে ভক্তদের পাগল করে দেওয়ার ক্ষমতা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স বাড়লেও তাঁর…

আরও পড়ুন