বলি অভিনেত্রী মালাইকা অরোরা কাজুয়াল লুকে বেশিরভাগ সময় ক্যামেরার সামনে উপস্থিত হন। সম্প্রতি মালাইকার একটি লুক ব্যাপক ভাইরাল হয়ে গেছে ইন্টারনেট দুনিয়াতে। দেখা গিয়েছে, মালাইকা একটি শর্ট ড্রেস পরে রাস্তায় বেড়িয়েছেন। ওই ড্রেসে তার যৌবন যেন ঠিকরে বেরোতে চাইছে। সেইসাথে স্মোকি মেকআপ অভিনেত্রীর সৌন্দর্যে অন্য মাত্রা এনে দিয়েছে। তাঁকে দেখে প্রেমে পরে গিয়েছেন আপামর নেটজনতা। ৪৮ বছর বয়সেও অভিনেত্রীর বোল্ড লুক দেখে অবাক হয়েছেন অনেকেই। অনেকেই দাবি করেছেন এই বয়সেও লাস্যময়ীতার নিরিখে মালাইকা টক্কর দিতে পারে বড় বড় বলি অভিনেত্রীকে।
শর্ট ড্রেসে ৪৮ বছর বয়সেও ক্যামেরার সামনে ঝড় তুললেন মালাইকা, বোল্ডনেস দেখে অবাক ফ্যানেরা
বলি টাউনে একাধিক অভিনেত্রীর লাস্যময়ী রূপের খোঁচাতে ক্লিন বোল্ড হয়ে যান লাখ লাখ নেটিজেন। তবে হটনেস দিয়ে ভক্তদের পাগল করে দেওয়ার ক্ষমতা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স বাড়লেও তাঁর…

আরও পড়ুন