Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অর্জুন নয়, নতুন পার্টনারের সাথে যোগায় ব্যস্ত মালাইকা. এমন ছবি সামনে এসেছে

মালাইকা অরোরা (Malaika Arora)-র জীবনে কোনো ছন্দপতন হয়নি গত 24 শে ডিসেম্বরের পরেও। ওই দিন তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খান (Arbaaz Khan) দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা…

Avatar

মালাইকা অরোরা (Malaika Arora)-র জীবনে কোনো ছন্দপতন হয়নি গত 24 শে ডিসেম্বরের পরেও। ওই দিন তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খান (Arbaaz Khan) দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খান (Shura Khan)-এর সাথে। তবে মালাইকার সাথে অর্জুন কাপুর (Arjun Kapoor)-এর সম্পর্ক থাকলেও এখনও অবধি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেননি। শোনা যাচ্ছে, মালাইকার সাথে অর্জুনের সম্পর্কের রসায়নে চিড় ধরেছে। কিন্তু মালাইকা ফিটনেসের প্রতি নিজেকে ফোকাস রেখেছেন। তিনি পছন্দ করেন ওয়ার্কআউট করতে। সম্প্রতি নিজের ওয়ার্কআউটের ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মালাইকা।

ভিডিওটি বর্তমানে নেটদুনিয়ার ‘আই ক্যান্ডি’ হয়ে উঠেছে। ভিডিওটি প্রকৃতপক্ষে কয়েকটি ছবির কোলাজ। সেগুলি অবশ্য মালাইকার ওয়ার্কআউটের ছবি। ছবিগুলিতে মালাইকার পরনে রয়েছে কালো রঙের স্পোর্টস ব্রা ও একই রঙের জিম শর্টস। চুলে বাঁধা রয়েছে পনিটেল। স্পোর্টস ব্রা-র নেকলাইন সামান্য ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে মালাইকার ক্লিভেজ। নিজের বাড়ির ড্রইং রুমে ম্যাট্রেস পেতে তার উপর যোগা করতে ব্যস্ত মালাইকা। সামনে বসে রয়েছে তাঁর সন্তানসম সারমেয়। ভিডিওটি শেয়ার করে মালাইকা লিখেছেন, সকলে তাঁর নতুন যোগা পার্টনারকে অভ্যর্থনা করুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মজা করে নিজের সারমেয় সন্তানকে যোগা পার্টনার বলে অভিহিত করেছেন মালাইকা। ক্যাপশনের সাথে তিনি জুড়েছেন সাদা রঙের হার্ট ইমোজি ও সারমেয়র ইমোজি। মালাইকার ভিডিওর কমেন্ট সেকশন থেকে জানা গিয়েছে ‘ঘৌ’-এর নাম আসলে ক্যাসপার (Casper)। সম্প্রতি মালাইকার সাথে অর্জুনের ব্রেক-আপের গুঞ্জনে সরগরম হয়েছিল বলিউড। কিন্তু বর্তমানে তাঁদের আবারও একসাথে বিভিন্ন ইভেন্টে যেতে দেখা যাচ্ছে। বর্তমানে ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-র বিচারকের আসনে রয়েছেন মালাইকা। এছাড়াও তাঁর নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড রয়েছে।

About Author