করোনা আবহয়ে মাস্ক পরা বাধ্যতামূলক। কারণ এই বিষটি এখন শ্বাসের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ছে। তাই নিয়মিত স্যানিটাইজেশন আর মাস্ক হল এইসময়কার অন্যতম সঙ্গী। কিন্তু সমস্যাটা কোন জায়গায় বলুন তো? মাস্কে যে অর্ধেক মেকআপ চাপা পরে যায়। এতেই যত কেলেঙ্কারি। তবে ছাইয়া ছাইয়া গার্ল মালাইকা মাস্ক পরে দিব্যি শপিং করছেন। নাই বা দেখা গেল তাঁর লাল টুসটুসে ঠোঁট, কিন্তু তাঁর গ্যাম লুক আপনাকে কাঁত করবেই করবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকোভিড বিধি মেনে মাস্ক পরেই স্টাইলিশ লুকে ধরা দিলেন তিনি। পায়ে হিল, হাতে শপিং ব্যাগ আর রেড হট ড্রেসের সঙ্গে ম্যাচ করেই মাস্ক পড়েছেন অভিনেত্রী মালাইকা। খোলা চুল, লাল জ্যাম্পস্যুট, সাদা কালো জ্যাকেট আর জ্যাকেট অনুযায়ী মাস্ক সবেতেই মালাইকাকে বেশ মোহময়ী লাগছিলো। আরে আপনিও এই স্টাইল ফলো করতে পারেন। কেন বোরিং মাস্ক ব্যবহার করবেন বলুন তো? ড্রেসের রঙের সঙ্গে ম্যাচ করেই বানিয়ে নিতে মারেন মাস্ক। তবে যেই মাস্কই ব্যবহার করুন না কেন, চেষ্টা করুন তা যেন সুতির তৈরি হয় এবং আপনি নির্বিঘ্নে শ্বাস নিতে পারছেন। স্টাইলের চক্করে এমন কোন মাস্ক ব্যবহার করবেন না যা সিনথেটিক কাপড়ের তৈরি।
বিনোদন ও লাইফস্টাইলের এরকম টাটকা খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।