Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাল শাড়িতে হট লুকে মালাইকা, দেখুন ভাইরাল ছবি

কৌশিক পোল্ল্যে: অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জেরে প্রায়শই খবরের হেডলাইনে উঠে আসেন বলিউডের ‘ছ্যাইয়া ছ্যাইয়া’ গার্ল মালাইকা অরোরা। স্টাইল ও ফ্যাশন সেন্সে ইন্ডিয়ান আইকন মানা হয় তাকে, এমনকী ভারতের হাইবাজেট…

Avatar

কৌশিক পোল্ল্যে: অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জেরে প্রায়শই খবরের হেডলাইনে উঠে আসেন বলিউডের ‘ছ্যাইয়া ছ্যাইয়া’ গার্ল মালাইকা অরোরা। স্টাইল ও ফ্যাশন সেন্সে ইন্ডিয়ান আইকন মানা হয় তাকে, এমনকী ভারতের হাইবাজেট মডেলদের মধ্যে তিনি অন্যতম।

তার ডিভোর্স নিয়েও বলিপাড়ায় কম গুঞ্জন ওঠেনি। সলমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিয়ের বহুবছর পর হঠাৎই ডিভোর্সের সিদ্ধান্ত নেন তিনি। এর কারন হিসেবে মনে করা হয় অর্জুন কাপুরকেই। যেহেতু এরপর একে অপরকে প্রকাশ্যে ডেট করতে থাকেন উভয়েই। প্রায়শই এই যুগলকে হোটেল, পার্টি কিংবা অ্যাওয়ার্ড শো এ একসঙ্গে স্পট করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতায় মেতে উঠলেন ঝুমা বৌদি, দেখুন সেই ছবিগুলি

সম্প্রতি হয়ে যাওয়া 65 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এর মনোনয়ন অনুষ্ঠানে স্টাইল কুইন মালাইকাকে দেখা গেল একেবারে অন্য অবতারে। লাল রংয়ের অভিনব ডিজাইনের শাড়িতে নিজেকে সাজিয়ে রেড কার্পেট আলোকজ্জ্বল করে তুললেন। বাড়তি পাওনা হিসেবে পাওয়া গেল অর্জুনকে, ফরমাল গেট-আপ এ মালাইকার হাত ধরে তিনিও এলেন একসাথে। মালাইকা বর্তমানে তার জনপ্রিয় ফ্যাশন টিভি শো ‘সুপারমডেল অফ দ্য ইয়ার’এ মুখ্য বিচারক হিসেবে কাজ করছেন। মালাইকার অভিনব ছবিগুলি নীচে অপেক্ষা করছে আপনার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare) on

About Author