Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আপনাকে এসব পোশাকে মানায় না’, বিকিনি লুকে চরম ট্রোলড হলেন মালাইকা

কৌশিক পোল্ল্যে: নেটদুনিয়ায় কখন, কীভাবে ট্রোলের ট্রেন্ডিং চলে আসে তা কেউ বলতে পারে না। সোশালে থাকা সেলেবরাও এর হাত থেকে নিস্তার পান না। বহু ছবিতেই তাদের ভীষন রকম ট্রোল করা…

Avatar

কৌশিক পোল্ল্যে: নেটদুনিয়ায় কখন, কীভাবে ট্রোলের ট্রেন্ডিং চলে আসে তা কেউ বলতে পারে না। সোশালে থাকা সেলেবরাও এর হাত থেকে নিস্তার পান না। বহু ছবিতেই তাদের ভীষন রকম ট্রোল করা হয়। এর আগেও বহুবার একাধিক কারনে ট্রোলড হয়েছেন স্টাইল আইকন মালাইকা অরোরা। কখনো নিজের পোশাকের জন্য আবার কখনো নিজের থেকে অনেক ছোট বয়সের অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জন্য।

আবারো মালাইকা ট্রোলড হলেন, কারন তার পোশাক। সম্প্রতি ‘ফিল্মিজ্ঞান’ থেকে তার একটি বিকিনি লুকের ছবি প্রকাশিত হয় যার ক্যাপশনে লেখা ‘তিনি হট নাকি নট’। ছবি দেখে অনেকেই বেটায় চটেছেন, কমেন্টবক্সে উগড়ে দিয়েছেন সেই ক্ষোভ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : লাল শাড়িতে ইন্টারনেটে ঝড় এই বাঙালি বলিউড অভিনেত্রীর

নেটিজেনদের বক্তব্য, “তিনি একজন মা, যতই এটা আধুনিক যুগ হোক না কেন, এই বয়সে ওনাকে এসব মানায় না, এতে সন্তানের মনে বিরূপ প্রভাব পড়ে, ‘মা’ শব্দটির মর্যাদাহানি হয়।” এরকম আরও কটুক্তিকর মন্তব্যে ভরে ওঠে এই পোস্ট। দেখতে চাইলে অবশ্যই নীচের পোস্টটি লক্ষ্য করুন।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan) on

About Author