Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বন্ধুর স্বামীর প্রেমে পড়েছিলেন মালাইকা আরোরার বোন, বন্ধুর ঘর ভেঙে এখন করছেন সংসার

বলি টাউনে একাধিক অভিনেত্রীর লাস্যময়ী রূপের খোঁচাতে ক্লিন বোল্ড হয়ে যান লাখ লাখ নেটিজেন। তবে হটনেস দিয়ে ভক্তদের পাগল করে দেওয়ার ক্ষমতা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স বাড়লেও তাঁর…

Avatar

বলি টাউনে একাধিক অভিনেত্রীর লাস্যময়ী রূপের খোঁচাতে ক্লিন বোল্ড হয়ে যান লাখ লাখ নেটিজেন। তবে হটনেস দিয়ে ভক্তদের পাগল করে দেওয়ার ক্ষমতা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স বাড়লেও তাঁর শরীর ও মন যেন ২০ বছরের এক যুবতীর। পাশাপাশি কম যান না তাঁর বোন অমৃতা আরোরাও। ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত না থাকলেও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন তিনি এবং মুম্বাইয়ের রাস্তাতে বেরোলেই পাপ্পারাজিরা তাকে লেন্সবন্দি করে থাকেন।সম্প্রতি এই অমৃতা আরোরা স্বামী ও সন্তানদের সাথে মুম্বাইয়ের ব্যান্দ্রায় একটি রেস্টুরেন্টে নৈশভোজ করতে গিয়েছিলেন। আর সেখানেই তাকে ক্যামেরাবন্দী করেন পাপ্পারাজিরা। তবে আপনি কি জানেন অমৃতা অরোরার বৈবাহিক জীবন সমন্ধে। জানতে চাইলে আজকের এই প্রতিবেদন আপনাকে অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।বন্ধুর স্বামীর প্রেমে পড়েছিলেন মালাইকা আরোরার বোন, বন্ধুর ঘর ভেঙে এখন করছেন সংসার২০০৯ সালে ব্যবসায়ী শাকিল লাদাককে বিয়ে করেন অভিনেত্রী অমৃতা আরোরা। শাকিল আগেই বিবাহিত ছিলেন, তবুও তিনি অমৃতার সাথে পুনরায় বিয়ে করেন এবং তারপর তার প্রথম স্ত্রীকে তালাক দেন। প্রথম স্ত্রী অভিযোগ জানান যে বন্ধু অমৃতা আরোরা তার ঘর ভেঙেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই অভিনেত্রী ইতিমধ্যেই ২২ টি সিনেমায় কাজ করেছেন। ২২ বছর বয়সে, অমৃতা অরোরা ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিতনে ডোর কিতনে পাস’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন বলিউডে।
About Author