সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘স্টার স্টাইল স্টোরি’ নামের ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। এই ঝলকে অভিনেত্রীকে সাদা-খয়রি স্লিভলেস লং সাইড স্লিটেড ওয়েস্টার্ন ড্রেসে দেখা গিয়েছে। খোলা চুলে, লং হাই হিলে নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই নিজের অন্যতম জনপ্রিয় গান ‘ছাঁইয়া ছাঁইয়া’র তালেই দেখা গিয়েছিল তাকে। বলাই বাহুল্য, এদিনের আসর রীতিমতো জমিয়ে দিয়েছিলেন তিনি। এদিনের ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলেই যে অভিনেত্রীর নাচ উপভোগ করেছিলেন, তা তাদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট। প্রেমিকের জন্মদিনে যে অভিনেত্রী বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
অর্জুনের জন্মদিনে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে কামুক নাচ মালাইকার, ইন্টারনেট তোলপাড়
মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট…

আরও পড়ুন