Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অর্জুনের জন্মদিনে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে কামুক নাচ মালাইকার, ইন্টারনেট তোলপাড়

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট…

Avatar

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় থাকেন অভিনেত্রী। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় তাকে। তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে এই মুহূর্তে প্রেমিকের জন্মদিনের আসর মাতিয়েই চর্চিত অভিনেত্রী।গত ২৬’শে জুন ৩৮’শে পা দিলেন অর্জুন কাপুর। এদিন সন্ধ্যায় নিজের কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়েই আয়োজন করেছিলেন একটি ঘরোয়া অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মালাইকাও। নিজের জাদুতেই ৪৯ বছর বয়সী মালাইকা অর্জুনের জন্মদিনের সন্ধ্যার আসর জমিয়ে দিয়েছিলেন। এই মুহূর্তে তারই একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই সূত্র ধরেই এখন চর্চার আলোয় অভিনেত্রী।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘স্টার স্টাইল স্টোরি’ নামের ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। এই ঝলকে অভিনেত্রীকে সাদা-খয়রি স্লিভলেস লং সাইড স্লিটেড ওয়েস্টার্ন ড্রেসে দেখা গিয়েছে। খোলা চুলে, লং হাই হিলে নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই নিজের অন্যতম জনপ্রিয় গান ‘ছাঁইয়া ছাঁইয়া’র তালেই দেখা গিয়েছিল তাকে। বলাই বাহুল্য, এদিনের আসর রীতিমতো জমিয়ে দিয়েছিলেন তিনি। এদিনের ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলেই যে অভিনেত্রীর নাচ উপভোগ করেছিলেন, তা তাদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট। প্রেমিকের জন্মদিনে যে অভিনেত্রী বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
About Author