এখন বয়স ৪৭ এর ঘরে ছাইয়া ছাইয়া গার্ল মালাইকার। দেখতে দেখতে অনেকগুলি বসন্ত পার করে দিয়েছেন অভিনেত্রী। অথচ লাবণ্যে, যৌবনে এতটুকু আঁচ আসতে দেননি তিনি। বর্তমানে তাঁর সুপুত্র আরহান ১৮ বছর পূর্ণ করল।ছেলের ১৮ বছরের জন্মদিনে ছবি এবং শেয়ার করলেন মালাইকা অরোরা। শুধু যে এখনকার ছবি শেয়ার করেছেন তা নয় ১৮ বছর আগের ছবিও শেয়ার করেছেন মডেল, অভিনেত্রী মালাইকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowছবির ক্যাপশনে লিখেছেন আমাদের ছেলে ১৮ তে পা দিল। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও মালাইকা তাঁর ছেলের সঙ্গে যোগসূত্র রেখেই চলতেন। এমনকি ২০১৭ তে বিচ্ছেদের পরেও খান বাড়িতে যাতায়াত করতেন মালাইকা। কখনো স্বামী ও সালমানের নামে কটূক্তি করেননি মালাইকা। যেহেতু আরবাজ তাঁর সন্তানের বাবা তাই তাঁর বিরুদ্ধে কোনরকম কটুক্তি প্রকাশ করেননি এখনও পর্যন্ত মালাইকা।
এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘সব আমার’। একথা সত্য যে বিচ্ছেদের পরেও সন্তানকে সমান ভাবে ভালবাসা দিয়েছেন ছাইয়া ছাইয়া গার্ল মালাইকা। সমস্ত আবেগ দিয়ে ছেলের ১৮ তম জন্মদিন পালন করলেন অভিনেত্রী।