Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শর্ট ড্রেসে উন্মুক্ত ক্লিভেজ, নজর কাড়লেন অভিনেত্রী Malaika Arora

মালাইকা অরোরা (Malaika Arora) এভারগ্রিন। তিনি সব ধরনের পোশাকেই সাবলীল। পাপারাৎজিদের একাংশের স্পটলাইট প্রায় সবসময়ই মালাইকাকে ঘিরে থাকে। ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর একাধিক ছবি ও ভিডিও। মালাইকাও পাপারাৎজিদের…

Avatar

মালাইকা অরোরা (Malaika Arora) এভারগ্রিন। তিনি সব ধরনের পোশাকেই সাবলীল। পাপারাৎজিদের একাংশের স্পটলাইট প্রায় সবসময়ই মালাইকাকে ঘিরে থাকে। ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর একাধিক ছবি ও ভিডিও। মালাইকাও পাপারাৎজিদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করেন। সম্প্রতি ‘ঝলক দিখলা যা’-র সেট থেকে ভাইরাল হল মালাইকার একটি ভিডিও।

ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-য় বিচারকের আসনে রয়েছেন মালাইকা। এদিন পাপারাৎজিদের অনুরোধে স্টুডিওর বাইরে বেরিয়ে আসেন তিনি। মালাইকার পরনে ছিল গাঢ় সবুজ রঙের শর্ট ড্রেস। ড্রেস জুড়ে রয়েছে সিকুইনের কারুকার্য। সবুজ রঙের ড্রেসে রয়েছে মেরুন সুতোর এমব্রয়ডারি। ড্রেসটি পশমিনার ধরনে তৈরি। শীতের মরসুমে এই ধরনের ড্রেস যথেষ্ট আরামদায়ক। ড্রেসের নেকলাইন সামান্য ডিপ। ফলে দৃশ্যমান হয়েছে মালাইকার ক্লিভেজ। নেকলাইন জুড়ে রয়েছে মিরর ওয়ার্ক। এই ড্রেসের সাথে মেরুন রঙের ফুলস্লিভ জ্যাকেট টিম আপ করেছিলেন মালাইকা। জ্যাকেটটি আলতো করে কাঁধের উপর ফেলে রেখেছিলেন তিনি। জ্যাকেটেও রয়েছে সিকুইনের কারুকার্য। জ্যাকেট জুড়ে রয়েছে মেরুন ও অফ হোয়াইট সুতোর এমব্রয়ডারি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ড্রেসের সাথে মালাইকার মেকআপ যথেষ্ট সুন্দর। শিমারি আইশ‍্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে। ন্যুড পিঙ্ক শেডের লিপস্টিকে রাঙানো ঠোঁট। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে মালাইকার সিল্কি চুল। মালাইকার গলায় রয়েছে ড্রেসের সাথে মানানসই ঈজিপশিয়ান নেকপিস। বাঁ হাতে রয়েছে অনেকগুলি অক্সিডাইজড বালা। হাতের আঙুলে রয়েছে আংটি। মালাইকার সাজ সম্পূর্ণ করেছে তাঁর পায়ের সোনালি হাই হিল ব্যালেরিনা।

মালাইকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুরাগীদের একাংশ তাঁকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। তবে অনেকে তাঁর সমালোচনা করেছেন। তবে মালাইকা নেতিবাচক মনোভাবকে পাত্তা দেননি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

About Author