Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়ির রান্নাঘর থেকে খাবার চুরি করলেন সবার প্রিয় মালাইকা, হাতেনাতে রইল প্রমান

বলিতারকাদের মধ্যে মালাইকা অরোরা একজন অনবদ্য নায়িকা এবং ড্যান্সার। তার ড্যান্স নাম্বার বলিউডের অন্যতম জনপ্রিয় গানের মধ্যে থাকে। শুধু এই ড্যান্স এর ক্ষমতা না, তার সঙ্গে আছে অসাধারণ ফিটনেস। এখনো…

Avatar

By

বলিতারকাদের মধ্যে মালাইকা অরোরা একজন অনবদ্য নায়িকা এবং ড্যান্সার। তার ড্যান্স নাম্বার বলিউডের অন্যতম জনপ্রিয় গানের মধ্যে থাকে। শুধু এই ড্যান্স এর ক্ষমতা না, তার সঙ্গে আছে অসাধারণ ফিটনেস। এখনো ৪৭ বছর বয়সে তিনি যেকোনো এই যুগের অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিতে পারবেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে তাকে ট্রলিং এর শিকার হতে হয়েছিল। একটা সময় পর্যন্ত তিনি আরবাজ খানের স্ত্রী ছিলেন। তারপর তিনি অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

তবে তিনি অন্যতম জনপ্রিয় তার ফিগারের জন্য। ব্যায়াম, যোগাসন সহ সমস্ত ধরনের ফিটনেস ওয়ারক আউটে তিনি সিদ্ধহস্ত। পাশাপাশি পোশাক নির্বাচনের ক্ষেত্রেও তার জুড়ি মেলা ভার। তার ফ্যাশন সেন্স নিয়ে কোনো রকম কথা হবে না। জিম, যোগা, ড্যান্স সবেতেই তিনি অত্যন্ত সিদ্ধহস্ত। তার ওরকম ফিগারে যেকোনো পোশাক অত্যন্ত মোহময়ী লাগে। তার সব শরীরচর্চার ভিডিও হয় দারুন হিট। একের পর এক ভিডিও আপলোড করে তিনি নেটিজেনদের কমেন্ট এবং লাইক কুড়িয়ে থাকেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এরকম সুন্দর ফিগার মেইনটেইন করার জন্য তাকে কড়া ডায়েট মেইনটেইন করতে হয়। তাই নিজের খাবার নিজেই বানিয়ে ফেলেন তিনি। রান্নাঘরে নিজের খাবার বানানোর ছবি মাঝে মধ্যেই তিনি পোস্ট করেন। তবে, এইসব পোস্ট দেখে আমরা জানতে পারছি, আমাদের মতই মালাইকা আরোরাও রান্না করতে করতে কড়াই থেকে দুই এক টুকরো জিনিস তুলে খেতে পছন্দ করেন তিনি।

আমাদের মতই স্বভাবের মানুষ তিনি। তেমন একটা ব্যতিক্রম নন। তবে তিনি কি রান্না করছেন, সেটা এখনো জানাননি। তিনি এই খাবারের নাম সবাইকে গেস করতে বলেছেন। আর এই গেস করার পরেই তিনি সঠিক নাম জানাবেন খাবারের। তাই তার অনুগামীদের মধ্যে বর্তমানে সঠিক খাবার এর নাম গেস কর নিয়ে হুড়োহুড়ি লেগে গেছে। এক একজন এক এক রকমের খাবারের নাম নিয়ে সামনে আসছেন। তবে আসল সিক্রেট কিন্তু শেষে মালাইকা নিজেই সামনে আনবেন।

About Author