সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে মালাইকা আরোরা ও অমৃতা আরোরাকে মুম্বাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই সবসময়ের মতো এবারো মালাইকার পাশাপাশি অমৃতার সাজ নজর টেনেছে সকলের। ভিডিওতে অমৃতাকে একটি হালকা সবুজ রঙের ড্রেস পরে থাকতে দেখা গিয়েছে। গলায় নিয়েছিলেন একটি পাতলা স্টোলও। চোখে সানগ্লাসের পাশাপাশি পায়ে ছিল সাদা স্নিকার্স। অন্যদিকে মালাইকা বাঁধা চুলে ধূসর রঙের ঢিলাঢালা প্যান্ট ও লং কোট পরেছিলেন। এই পোশাকে তার ভিতরের অন্তর্বাস ছিল দৃশ্যমান। হাতে ব্যাগের পাশাপাশি গলায় জড়িয়ে ছিলেন স্টোলও। তিনিও চোখে সানগ্লাসের পাশাপাশি পায়ে পরেছিলেন স্নিকার্সও। উল্লেখ্য, এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় পাপারাজিৎদের দিকে তাকিয়ে হেসেওছিলেন তারা। সেই ঝলক অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতেই মিলবে।
Malaika: বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন মালাইকা-অমৃতা, এমন অবস্থায় দেখা গেল নায়িকাকে
মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট…

আরও পড়ুন