Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৪৭-এও মারকাটারি ফিগার, স্যান্ডো গেঞ্জি ও টাইট প্যান্টে ঝড় তুললেন মালাইকা

একটা সময়কার বলিউডের আইটেম গার্লদের মধ্যে অন্যতম হলেন মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক, সব কিছু নিয়েই মালাইকা থাকেন লাইমলাইটে। মাঝে মধ্যেই তার বেশ…

Avatar

By

একটা সময়কার বলিউডের আইটেম গার্লদের মধ্যে অন্যতম হলেন মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক, সব কিছু নিয়েই মালাইকা থাকেন লাইমলাইটে। মাঝে মধ্যেই তার বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এবারেও তার চাবুক ফিগারের বেশ কিছু নতুন ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হলো।বয়সটা এখন ৪৭ কিন্তু তাতে কি, এখনো তিনি তার গ্ল্যামারে যেকোনো বলি নায়িকাকে টেক্কা দিয়ে দিতে পারেন। আর সেই ঝলক আবারো দিলেন মালাইকা। এবারে সোশাল মিডিয়ায় ভাইরাল হলো তার একটি বেগুনি রঙের পোশাকের ছবি। এই ছবিতে তিনি পরে আছেন একটি বেগুনি রঙের স্লিভলেস জিম ভেস্ট এবং তার সাথে আছে টাইট জিম জগিং প্যান্ট।৪৭-এও মারকাটারি ফিগার, স্যান্ডো গেঞ্জি ও টাইট প্যান্টে ঝড় তুললেন মালাইকাদিনকয়েক আগে তিনি একটি ছবি দিয়েছেন যাতে তিনি একটি ধূসর বর্ণের অন্তর্বাস পরে আছেন। তার সাথেই আছে একটি বম্বার জ্যাকেট আর এই জ্যাকেটের ওপরের অংশের চেইন খোলা। সেই ছবি একেবারে তোলপাড় করে দিয়েছিল সোশাল মিডিয়া। নেট জনতার মনে তুলেছিল ঝড়।৪৭-এও মারকাটারি ফিগার, স্যান্ডো গেঞ্জি ও টাইট প্যান্টে ঝড় তুললেন মালাইকাতার পাশাপাশি তিনি কালো রঙের ফুল স্লিভ পোশাকের সঙ্গে সাদা জিন্স ম্যাচ করিয়ে একটি মারকাটারি কম্বিনেশনে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন। এছাড়াও তার ভক্তদের উদ্দেশ্যে তিনি টাইট পোশাকে ছবি শেয়ার করেছিলেন। ইনস্টাগ্রামে এইসব ছবি তুমুল ভাইরাল হচ্ছে। তার সেক্সীনেসে ঘায়েল গোটা নেট মাধ্যমের জনগন।
About Author