Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুম্বইয়ের রাজপথে ফিটনেস ফ্রিক মালাইকা, ক্যামেরাবন্দি ছবি

বলিউডের প্রত্যেকেই কম বেশি শরীর সচেতন। বিশেষ করে যদি মালাইকা আরোরার নাম আসে তখন তো কোন কথাই নেই। বয়স তাঁর ৪৭, কিন্তু দেখে বোঝার জো আছে? সকাল সন্ধ্যা নিয়ম করে…

Avatar

বলিউডের প্রত্যেকেই কম বেশি শরীর সচেতন। বিশেষ করে যদি মালাইকা আরোরার নাম আসে তখন তো কোন কথাই নেই। বয়স তাঁর ৪৭, কিন্তু দেখে বোঝার জো আছে? সকাল সন্ধ্যা নিয়ম করে দৌড়োতে যান ছাইয়া ছাইয়া গার্ল। এবারে পাপ্রাজিতদের ক্যামেরায় ধরা পড়লেন মালাইকা নিজে। সন্ধ্যে বেলা শর্ট সাদা ড্রেসে সান্ধ্যকালীন ভ্রমণে যান অভিনেত্রী।

মুম্বইয়ের রাজপথে ফিটনেস ফ্রিক মালাইকা, ক্যামেরাবন্দি ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুম্বইয়ের রাস্তায় সান্ধ্য ভ্রমণে দেখা গেল তাঁকে। মাঝেমধ্যে মালাইকাকে ভার্চুয়াল যোগাসনেও দেখা যায়। বেশীরভাগ সময় তিনি তাঁর যোগাসনের ছবি ও ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেন। কখনো কখনো হেলদি ডায়েটের ছবিও শেয়ার করেন ছাইয়া ছাইয়া গার্ল।

মুম্বইয়ের রাজপথে ফিটনেস ফ্রিক মালাইকা, ক্যামেরাবন্দি ছবি

সম্প্রতি মালাইকা ছেলের ১৮ বছরের জন্মদিনে ছবি শেয়ার করেন। শুধু যে এখনকার ছবি শেয়ার করেছেন তা নয় ১৮ বছর আগের ছবিও শেয়ার করেছেন তিনি। তখনও যেমন স্লিম টানটান সুন্দরী ছিলেন এখনও একইরকম আছেন তিনি।

View this post on Instagram

Our baby boy turns 18♥️

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

মালাইকার ইন্সটাগ্রামে ভিজিট করলে আপনি দেখতে পাবেন তাঁর বহু ভার্চুয়াল যোগাসনের ছবি ও ভিডিও। ফিটনেস ফ্রিক মালাইকা দিনদিন যে তন্বী হয়ে উঠছেন হয়তো এটাই তাঁর ফিটনেস সিক্রেট।

About Author