বলিউডবিনোদন

Malaika-Arjun Relationship Secrets: অর্জুনের সাথে নিজের সম্পর্কের গোপনীয়তার কথা জানালেন মালাইকা, কি বললেন তিনি!

×
Advertisement

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। উল্লেখ্য, অর্জুনের সাথে নিজের সম্পর্কের কিছু গোপনীয়তা প্রকাশ্যে এনেই আপাতত চর্চায় এই বলি ডিভা।

Advertisements
Advertisement

এই মুহূর্তে অভিনেত্রীর একটি মন্তব্য প্রকাশ্যে এসেছে, যেখানে তাকে নিজের প্রেমিক অর্জুন কাপুর সম্পর্কে বলতে দেখা গিয়েছে। তিনি জানিয়েছেন, অর্জুন সর্বদাই তাকে খুব তরুণ মনে করেন। রোজ ঝগড়া হয় তাদের। খুনসুটির ছলে হয় মারামারিও। অর্জুনের সাথে নিজের সম্পর্কের এই সমীকরণের কথাই সম্প্রতি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। নিজেদের প্রিয় তারকাদের খুনসুটির কথা শুনে বেজায় মজা পেয়েছেন ভক্তরাও।

Advertisements

অর্জুনের সাথে বেজয় ভালো রয়েছেন‌ মালাইকা। সেই কথা অবশ্য তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। থেকে থেকেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন তারা। এই ৪৯ বছর বয়সী অভিনেত্রী যে এখনো বলে বলে টেক্কা দিতে পারেন বি-টাউনের একাধিক ডিভাদের, তা অবশ্য আলাদাভাবে বলার নয়। নেটদুনিয়ায় চোখ রাখলেই দেখা মেলে বোল্ড মালাইকার, যা নিঃসন্দেহে উষ্ণতা বাড়ায় ভক্তদের মনের। আপাতত, নিজেদের সম্পর্কের মজাদার গোপনীয়তার কথা প্রকাশ করেই মিডিয়ার পাতায় চর্চিত মালাইকা।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button