ভারতের বিগত কয়েক বছর ধরে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি বেড়েছে। সম্প্রতি একটা সুখবর রয়েছে যে ভারতের নিজস্ব ইউপিআই এখন সারাবিশ্বে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি ইউপিআই এর মাধ্যমে এবার থেকে কিন্তু ডলারে পেমেন্ট করতে পারবেন আপনি। খুব শীঘ্রই এই নতুন আপডেট আসতে চলেছে ভারতের সাধারণ মানুষের জন্য। সিএনবিসির খবর অনুযায়ী, বিশ্বের সবথেকে বেশি প্রচলিত আমেরিকান ডলারে এবার থেকে ইউপিআই এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন করা যেতে পারে।
খবর অনুযায়ী ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক এই পরিবর্তনকে বাস্তবায়িত করার জন্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন অর্থাৎ সুইফটের সাথে সক্রিয়ভাবে আলোচনায় রয়েছে এই পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার জন্য। SWIFT একটি সারা বিশ্বের স্বীকৃত সিস্টেম যা আন্তর্দেশীয় ব্যাংক লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসুইফটের সাথে যদি ইউপিআই এভাবে যুক্ত হয়ে যায় তাহলে আন্তর্জাতিক ব্যবসা করা এখন খুব সহজ ব্যাপার হয়ে যাবে।। একেবারে ঝামেলা মুক্ত লেনদেন আপনারা করতে পারবেন। সারা বিশ্বের সঙ্গে এইভাবে লেনদেন করতে পারলে ভারতীয় ব্যবসায়ীদের বেশ সুবিধা হবে বলা যেতে পারে।। এর আগেও আর বি আই গভর্নর শক্তি কান্ত দাস ৮ ডিসেম্বর মুদ্রা নীতি কমিশনের বৈঠকে ইউপিআই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। ইউপিআই পেমেন্টের সীমা অবিলম্বে ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫লক্ষ টাকা করা হয়েছিল সেই বৈঠকে।