Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আইওয়াশ এখন অমৃতকাল, অসংসদীয় শব্দ বিতর্কে এবার বিকল্প শব্দ তালিকা দিয়ে কেন্দ্রকে খোঁচা দিলেন মহুয়া মৈত্র

অসংসদীয় শব্দটি নিয়ে আবারও বিতর্কে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। মোদি সরকারের এই নতুন ফরমান নিয়ে বৃহস্পতিবার কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদ কক্ষে অসংসদীয় শব্দের বিকল্প হিসেবে কোন শব্দ…

Avatar

অসংসদীয় শব্দটি নিয়ে আবারও বিতর্কে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। মোদি সরকারের এই নতুন ফরমান নিয়ে বৃহস্পতিবার কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদ কক্ষে অসংসদীয় শব্দের বিকল্প হিসেবে কোন শব্দ ব্যবহার করা যাবে তা নিয়ে এবার টুইট করে কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মহুয়া মৈত্র লিখলেন, অসংসদীয় শব্দের বিকল্প : এখন নিষিদ্ধ শব্দ – আই ওয়াশ, বিকল্প শব্দ অমৃতকাল। অন্যদিকে আরেকটি টুইটে মহুয়া মৈত্র লিখলেন, ‘গোলি মারো সালোঁ কো’, ‘বুলডোজার’, ‘ঠোক দো’ এর মত কিছু শব্দ কিন্তু এখনও পর্যন্ত সংসদে ব্যবহার করা যাবে। এই সমস্ত কথা একাধিকবার বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছে এর আগেও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় সরকারের এই নয়া নির্দেশিকা নিয়ে ২০১৩ সালের লোকসভার তৎকালীন স্পিকার মিরা কুমারের বাচনভঙ্গির কায়দায়ে টুইট করে মহুয়া মৈত্র বৃহস্পতিবার লিখলেন, ‘ ব্যাঠ যাইয়ে, প্রেম এসে বোলিয়ে’। উল্লেখ্য, একটা দীর্ঘ সময় পর্যন্ত সংসদে হৈ হট্টগোলের সময় এভাবেই লোকসভার সাংসদদের শান্ত করতে দেখা যেত তৎকালীন স্পিকার মিরা কুমারকে। তৃণমূল সাংসদ আরো লিখেছেন, ‘লোকসভা এবং রাজ্য সভায় নতুন নিষিদ্ধ শব্দের তালিকায় সংঘিকে অন্তর্ভুক্ত করা হয়নি। আসলে বিজেপি ভারতকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে তার বর্ণনা দিতে গিয়ে বিরোধীরা যে সমস্ত শব্দ ব্যবহার করত সেই সমস্ত শব্দকে নিষিদ্ধ করেছে সরকার।”

তবে বিরোধীদের সমালোচনার পরে লোকসভার স্পিকার ওম বিড়লা স্পষ্ট করে জানিয়েছেন, ‘কোন শব্দই নিষিদ্ধ করা হয়নি। এই শব্দের তালিকাটি আসলে অভিব্যক্তির সংকলন, যা কক্ষের নথি থেকে বাদ দেওয়া হয়েছে।’ কিন্তু এরপরেও যে বিরোধীদের বিক্ষোভ থামবে এরকমটা মোটেও মনে হচ্ছে না।

About Author