বর্তমানের অভিনেত্রী হিসেবে প্রায়ই সোশ্যাল দুনিয়ায় সক্রিয় থাকেন তিনি। অভিনয়ের পাশাপাশি অংশ নিয়ে থাকেন একাধিক বোল্ড ফটোশুটেও। উল্লেখ্য, নিজের সেইসমস্ত ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেন নিজেই, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায় না নেটজনতার একাংশের। আপাতত, অভিনেত্রী তেমনি বেশ কিছু ঝলক নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিয়েই তাপমাত্রা বাড়িয়েছেন নেটমহলের।সম্প্রতি অভিনেত্রী নিজের যে সাম্প্রতিক ঝলকের সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে চর্চিত হচ্ছেন সেখানে, ডিজাইনার জর্জেটের শাড়িতে দেখা গিয়েছে মাহিরাকে। অভিনেত্রীর এদিনের এই শাড়িতে কালোর উপর সিলভার জরি দিয়ে সূক্ষ্ম কাজ করা ছিল। সাথে ব্রা কাটিং স্প্যাগেটি স্ট্রাপড্ ডিজাইনার ব্লাউজও পরেছিলেন তিনি। এই বেশে কালো স্টিলেটো ক্যারি করছিলেন অভিনেত্রী। নুড গ্লসি মেকাপে হালকা ভাবেই বেঁধেছিলেন চুল। ম্যাট লিপস্টিকে তার চোখে-মুখে ছিল বোল্ডনেসের ছাপ স্পষ্ট। এদিন ক্যামেরার সামনে তার এই লাস্যময়ী অবতার পাগল করেছে নেটনাগরিকদের একাংশকে। ঘুম উড়িয়েছে ভক্তদেরও। এই মুহূর্তে তার বোল্ডনেসেই আচ্ছন্ন তার অনুরাগীমহল।
Mahira Sharma জর্জেট শাড়িতে সেক্সি পোজ দিয়েছেন অভিনেত্রীর হট ছবি সামনে এসেছে (PHOTOS)
মাহিরা শর্মা নামটা বিশেষ অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম পরিচিত মুখ তিনি। অনেক ছোট বয়সেই এই বিনোদন জগৎ-এ পা রেখেছিলেন মাহিরা। মডেলিং দিয়েই শুরু করেছিলেন নিজের…

আরও পড়ুন