Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mahindra XUV700 এবং Thar Facelift ধুমধাম করতে আসছে, শীঘ্রই লঞ্চ হবে

দেশের জনপ্রিয় SUV বাজারে ফের ঝড় তুলতে চলেছে মাহিন্দ্রা। সংস্থার দুই জনপ্রিয় মডেল—XUV700 এবং 3-দরজা থার—২০২৬ সালের গোড়ার দিকে আসছে বড় মিড-লাইফ আপডেট নিয়ে। নতুন ডিজাইন, অত্যাধুনিক ফিচার এবং আরও…

Avatar

দেশের জনপ্রিয় SUV বাজারে ফের ঝড় তুলতে চলেছে মাহিন্দ্রা। সংস্থার দুই জনপ্রিয় মডেল—XUV700 এবং 3-দরজা থার—২০২৬ সালের গোড়ার দিকে আসছে বড় মিড-লাইফ আপডেট নিয়ে। নতুন ডিজাইন, অত্যাধুনিক ফিচার এবং আরও প্রিমিয়াম লুক নিয়ে হাজির হবে এই গাড়িগুলি, যদিও ইঞ্জিন বিকল্পে তেমন পরিবর্তন আনা হবে না।

নতুন রূপে আসছে XUV700

স্পাই শট ও ভিডিও দেখে বোঝা যাচ্ছে, আপডেটেড Mahindra XUV700-তে থাকবে একাধিক কসমেটিক পরিবর্তন। INGLO-ভিত্তিক XEV 9e ইলেকট্রিক SUV থেকে অনুপ্রাণিত এই মডেলে দেখা যাবে নতুন ফ্রন্ট গ্রিল, তির্যক উল্লম্ব স্ল্যাট, সিগনেচার LED DRL, টুইন-পড LED হেডল্যাম্প এবং পরিবর্তিত বাম্পার। অভ্যন্তরে আসবে বড়সড় আপডেট। সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ট্রিপল-স্ক্রিন সেটআপ, যা ড্যাশবোর্ডকে দেবে এক নতুন মাত্রা। এর সঙ্গে থাকবে প্রিমিয়াম অডিও সিস্টেম, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট। ইঞ্জিনের দিক থেকে, XUV700 আগের মতোই ২.০ লিটার টার্বো পেট্রোল ও ২.০ লিটার ডিজেল ইঞ্জিনে পাওয়া যাবে, যেখান থেকে সর্বোচ্চ ২০০ PS (৩৮০Nm) ও ১৫৫ PS (৩৬০Nm) শক্তি মিলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপডেটেড থারের লঞ্চে বিলম্ব

প্রথমে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়ার কথা থাকলেও, ২০২৬ সালের দীপাবলির আশেপাশে বাজারে আসবে নতুন থার। এই SUV অনেকটাই ৫-দরজা সংস্করণ—থার রকসের ফিচার বহন করবে।
ফেসলিফ্ট মডেলে থাকবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, নতুন ইলেকট্রিক স্টিয়ারিং হুইল, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস চার্জার, ভেন্টিলেটেড সিট এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরা। লেভেল ২ ADAS স্যুটও যুক্ত হতে পারে। পাওয়ারের দিক থেকে, থার আসবে তিনটি ইঞ্জিন বিকল্পে—১৫২ bhp শক্তি উৎপন্নকারী ২.০ লিটার টার্বো পেট্রোল, ১১৯ bhp-এর ১.৫ লিটার ডিজেল এবং ১৩০ bhp-এর ২.২ লিটার ডিজেল। পাশাপাশি থাকবে RWD ও 4WD দুই ধরনের ড্রাইভ অপশন।

SUV বাজারে নতুন লড়াই

২০২৬ সালে নতুন রূপে XUV700 ও থার বাজারে এলে, Hyundai, Tata এবং Maruti-র প্রতিযোগিতার মুখোমুখি হবে মাহিন্দ্রা। আধুনিক টেকনোলজি ও প্রিমিয়াম ফিচারের কারণে এই দুই মডেল আবারও SUV সেগমেন্টে জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।

About Author