Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mahindra XUV 400 EV-তে ৪.২০ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন ডিসকাউন্ট, সমস্যা বাড়ল TATA NEXON এর

ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা সম্প্রতি তার ইলেকট্রিক গাড়ি XUV 400 গাড়ির উপরে একটা দারুণ ছাড় ঘোষণা করেছে। ESC ও EL ভেরিয়েন্টে ৩.২ লক্ষ টাকা ডিসকাউন্ট ঘোষণা করেছে…

Avatar

ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা সম্প্রতি তার ইলেকট্রিক গাড়ি XUV 400 গাড়ির উপরে একটা দারুণ ছাড় ঘোষণা করেছে। ESC ও EL ভেরিয়েন্টে ৩.২ লক্ষ টাকা ডিসকাউন্ট ঘোষণা করেছে এই কোম্পানিটি। অন্যদিকে এর সস্তা ভেরিয়েন্ট EC এর উপরে রয়েছে ১.৭ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আর এই ডিসকাউন্ট অফার কার্যকরী হওয়ার পরে এবারে মাহিন্দ্রা কোম্পানির XUV 400 টাটা নেক্সন এর থেকেও সস্তা হয়ে উঠেছে। এই মুহূর্তে এই কোম্পানির XUV 400 এর এক্স শোরুম মূল্য ১৫.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয়। অন্যদিকে, NEXON EV এর দাম শুরু হয় ১৬.৯৯ লক্ষ টাকা থেকে।মাহিন্দ্রা কোম্পানির xuv ৪০০ হল এই কোম্পানির সবথেকে প্রথম বৈদ্যুতিক SUV। আর পাশাপাশি এটি ভারতের সবথেকে প্রথম বৈদ্যুতিক SUV গাড়িও বটে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি আকর্ষণীয় ডিজাইন এবং পাবেন প্রিমিয়াম কিছু বৈশিষ্ট্য। এই গাড়িতে আপনাদের জন্য রয়েছে ১৫০ কিলোওয়াট এর একটি বৈদ্যুতিক মোটর। এই মোটরটি ৩১০ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। গাড়িটি মাত্র ৮.৩ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগ পেতে পারে। এই গাড়িতে তিনটি ড্রাইভিং মোড রয়েছে, ফান, ফাস্ট এবং ফিয়ারলেস। এই গাড়িতে পাঁচ জনের বসার জায়গা রয়েছে এবং এটি বুট স্পেস ৩৭৮ লিটার। গাড়ির পিছনের সিটগুলো আপনি ভাঁজ করে রাখতে পারেন এবং তার ফলে বেশি জায়গা তৈরি করতে পারেন আপনি।এই গাড়িতে আপনারা দুটি ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। এই গাড়ির এক্স শোরুম দাম ১৫.৯৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১৯.৩৯ লক্ষ টাকা পর্যন্ত হয়। গাড়ির বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে এই গাড়ির ডেলিভারি শুরু হয়ে যেতে পারে। এই গাড়িতে উপলব্ধ ডিসকাউন্টের সাথেই টাটা নেক্সনের থেকেও অনেকটা সস্তা হয়ে যাবে MAHINDRA XUV 400।
About Author