Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tata EV-এর খেলা শেষ করতে Mahindra নিয়ে আসছে এই ফিউচরিস্টিক গাড়ি, দুর্দান্ত রেঞ্জের সঙ্গে পাবেন দারুন ফিচার

দেশের SUV গাড়ি নির্মাতা কোম্পানিগুলির মধ্যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তাদের বড় পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আগামী সময়ে গ্রাহকরা একাধিক ইলেকট্রিক ভেহিকেল পেতে চলেছেন এই কোম্পানির তরফ থেকে।…

Avatar

দেশের SUV গাড়ি নির্মাতা কোম্পানিগুলির মধ্যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তাদের বড় পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আগামী সময়ে গ্রাহকরা একাধিক ইলেকট্রিক ভেহিকেল পেতে চলেছেন এই কোম্পানির তরফ থেকে। কোম্পানি সম্প্রতি একটি ইভেন্টে তাদের নতুন প্ল্যান নিয়ে এসেছে যেখানে SCORPIO, Bolero এবং Thar ছাড়াও XUV.e এবং BE সিরিজের বেশ কয়েকটি ইলেকট্রিক ভেহিকেল চালু হবে বলে জানা যাচ্ছে। এর মধ্যে XUV সিরিজের গাড়ি সবার আগে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। আর এই পরিকল্পনা রীতিমত ঘুম উড়িয়ে দিয়েছে টাটা মোটরস কোম্পানির। মাহিন্দ্রা সারা বিশ্বে অনেকগুলি ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করছে, যার মধ্যে একটি লঞ্চ হচ্ছে ভারতের বাজারে।

তার মধ্যেই খবর, XUV.e8 গাড়িটি হবে XUV700 গাড়িটির একটি অত্যাধুনিক বৈদ্যুতিক মডেল যা ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই গাড়ির পরীক্ষা শুরু হয়েছে এবং আগামী বছর এই গাড়িটি চালু হতে পারে। যেহেতু এটি একটি এসইউভি গাড়ি তাই টাটা কোম্পানির সাফারি গাড়ির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে এটি। ভারতের বাজারে এটি হতে চলেছে সব থেকে বড় ব্যাটারি প্যাক বিশিষ্ট গাড়ি। এই ব্যাটারী প্যাকে একবার চার্জ দিলে ৪৩০ থেকে ৪৫০ কিলোমিটার পর্যন্ত গাড়ি চলতে পারবে। এত বেশি ক্ষমতার সাথে এই গাড়িটি ৩৫০ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারবে। এই গাড়িতে AWD অর্থাৎ অল হুইল ড্রাইভ অপশন রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মাহিন্দ্রার এই গাড়ির বিস্তারিত স্পেসিফিকেশন এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সম্ভবত ২১ থেকে ৩০ লক্ষ টাকার এক্স শোরুম মূল্যে আপনারা এই গাড়িটি পেতে পারেন। তবে এর আনুষ্ঠানিক তথ্য এখনো পর্যন্ত আসেনি আমাদের কাছে। তবে ২০২৪ সালের মধ্যে এই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ করবে। টাটা কোম্পানির Safari ইলেকট্রিক ভেহিকেল এবং MG ZS EV এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

About Author