Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

MS Dhoni: মরশুম শুরুর আগেই বড় ঘোষণা, চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি

আন্তর্জাতিক ক্রিকেটের মতো ভারতীয় প্রিমিয়ার লিগের আসরেও চমক দিলেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্ট শুরু হতে আর ২৪ ঘন্টাও বাকি নেই। এরমধ্যে বড় ঘোষণা করলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং…

Avatar

আন্তর্জাতিক ক্রিকেটের মতো ভারতীয় প্রিমিয়ার লিগের আসরেও চমক দিলেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্ট শুরু হতে আর ২৪ ঘন্টাও বাকি নেই। এরমধ্যে বড় ঘোষণা করলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলের তরফ থেকে জানানো হয়েছে, আইপিএলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছেন। আমরা আপনাদের বলি, এই প্রথমবারের জন্য নয় যে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন। ইতিপূর্বে, ২০২২ আইপিএল সংস্করণের আগেও তিনি চেন্নাইয়ের অধিনায়কত্ব তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার হাতে।

তবে মহেন্দ্র সিং ধোনির ভরসার যথাযথ মূল্যায়ন করতে পারেননি ভারতীয় কিংবদন্তি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আইপিএলের শুরু থেকে একের পর এক ম্যাচে পরাজয়ের ফলে টুর্নামেন্টের মাঝ পথে ফের চেন্নাইয়ের অধিনায়কত্ব নিজের কাঁধে তুলে নেন মহেন্দ্র সিং ধোনি। তবে সেবার তার নেতৃত্বে চেন্নাই আশানুরূপ ফল না করলেও ২০২৩ আইপিএলে পঞ্চম বারের জন্য শিরোপা অর্জন করে নেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যখন চেন্নাই শিবির ষষ্ঠবারের জন্য আইপিএল জয়ের স্বপ্ন দেখছিল ঠিক সেই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে বড় ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সূত্রের খবর অনুসারে জানা গেছে, মহেন্দ্র সিং ধোনির দীর্ঘদিনের সঙ্গী তথা সিএসকের হলুদ ব্রিগেডের নতুন নেতা হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। আগামীকাল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ তথা টুর্নামেন্টের প্রথম ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

About Author