Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, ২ দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা, জানালেন সঞ্জয় রাউত

অরূপ মাহাত: মহারাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা কাটতে চলেছে। আশঙ্কার মেঘ সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে জোট সরকার। এমনটাই জানালেন শিবসেনার বর্ষীয়ান নেতা সঞ্জয় রাউত। এ বিষয়ে আগামী ২ দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা…

Avatar

অরূপ মাহাত: মহারাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা কাটতে চলেছে। আশঙ্কার মেঘ সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে জোট সরকার। এমনটাই জানালেন শিবসেনার বর্ষীয়ান নেতা সঞ্জয় রাউত। এ বিষয়ে আগামী ২ দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ভব ঠাকরে শপথ নেবেন বলে দাবি করে তিনি জানান, ‘মহারাষ্ট্রের মানুষ চান মুখ্যমন্ত্রী হোক শিবসেনার থেকে। সেই ভাবাবেগকে সম্মান জানাতেই শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার গঠনে ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছে।’ এ বিষয়ে নিজেদের মধ্যে ঘনঘন দীর্ঘ বৈঠকে বসছেন শীর্ষ নেতারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিন দলের শীর্ষ নেতৃত্বের ঐক্যমতের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বক্তব্য নিয়ে জলঘোলা হলেও শেষ পর্যন্ত বিজেপি বিরোধী জোটেই থাকছেন তিনি। সূত্রের খবর, এর বিনিময়ে হয়তো তাঁকে আড়াই বছরের জন্যে মুখ্যমন্ত্রীত্বের গদি ছাড়তে পারেন উদ্ভব ঠাকরে।

সেক্ষেত্রে প্রথম আড়াই বছর শিবসেনা ও পরবর্তী আড়াই বছর এনসিপির মুখ্যমন্ত্রী দেখতে পাবেন মহারাষ্ট্রের সাধারণ মানুষ। জোট নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও। আগামী ১ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের সমস্ত প্রক্রিয়া শেষ করতে চান তারা, এমনটাই জানিয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত।

About Author