এই বিষয়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সন্দীপ পাতিল জানিয়েছেন, “এটা মহারাষ্ট্র পুলিশের বড় সাফল্য। আমরা মাত্র একদিন আগেই মাওবাদীদের উপস্থিতির খবর পাই। তখন থেকেই প্রস্তুতি নিয়ে নি। ভোর থেকে গুলি লড়াইয়ে শেষ পর্যন্ত জিত আমাদের হল। আরও নকশালের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এখনো অব্দি ১৩ জনের দেহ পাওয়া গেছে। এটি আমাদের কাছে বিশাল সাফল্য।” প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ মে এই অঞ্চলে নকশাল বিরোধী অভিযানে গিয়ে পুলিশের হাতে এক মহিলাসহ ২ নকশালির মৃত্যু হয়েছিল।#UPDATE | At least 13 Naxals were neutralized in a police operation in the forest area of Etapalli, Gadchiroli, says Sandip Patil, DIG Gadchiroli#Maharashtra
— ANI (@ANI) May 21, 2021
ভোররাতে গুলির লড়াইয়ে খতম ১৩ মাওবাদী, সাফল্যে খুশি মহারাষ্ট্র পুলিশ
সাতসকালে গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশি অভিযান চালিয়ে খতম করা হল ১৩ জন মাওবাদীকে। সূত্র মারফত জানা গিয়েছিল, মহারাষ্ট্রের গদচিরোলি জেলার এতাপল্লির জঙ্গলে ঘাঁটি গেড়েছিল নকশালরা। এই খবর…

আরও পড়ুন