দেশনিউজ

ফের উড়ো ফোন, এবারের নিশানা স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ও এনসিপি নেতা শরদ পাওয়ার

Advertisement
Advertisement

মুম্বাই : শনিবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে উড়ো হুমকি দেওয়ার এক দিন পার করতে না করতেই ফের একই ধরনের হুমকি দেওয়া হল রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ও এনসিপি নেতা শরদ পাওয়ারকে।এই দুই নেতাকে রবিবার তাঁদের বাড়ির ফোনে হুমকি দেওয়া হয়। তবে এ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

Advertisement
Advertisement

এর আগে শনিবার রাত ১১ থেকে ১২ টার মধ্যে তিন থেকে চার বার ফোন আসে মুম্বইয়ের বান্দ্রায় উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রী-র ল্যান্ডলাইনে৷ ফোন করে হুমকি দেওয়া হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে উদ্ধব ঠাকরের বাসভবন৷ ফোন আসা মাত্রই বলা হয় দুবাই থেকে ফোন করা হয়েছে, কলার দাউদ ইব্রাহিম৷

Advertisement

উদ্ভব ঠাকরেকে ফোন করা ওই ব্যাক্তি জানান মুম্বাইয়ে উদ্ভব সরকার যা কাজ করছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়, সময়মতো নিজেকে শুধরে না নিলে উদ্ধব ঠাকরেকে প্রাণে মেরে ফেলা হবে৷ মাঝ রাতে আচমকা এই প্রাণ নাশের ফোন আসার পর স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বাসভবনে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা৷

Advertisement
Advertisement

প্রসঙ্গত মুম্বই পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান , রাত সাড়ে দশটা নাগাদ মাতশ্রী-তে ফোন করেন এক ব্যক্তি। তিনি বলেন, উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে চায় দাউদ ইব্রাহিম। নিজের পরিচয় না দিলেও ফোনের ওপ্রান্ত থেকে বলা হয় দুবাই থেকে ফোনটি করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তার সত্যতা জানা যায়নি পাশাপাশি এদিন ফের একরকমই কান্ড ঘটে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ও এনসিপি নেতা শরদ পাওয়ারের সাথে। কিন্তু কেন বার বার এরকম হচ্ছে আর এর পেছনেই বা কারা পুরো ঘটনাটা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

Related Articles

Back to top button