Categories: দেশনিউজ

মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি-শিবসেনা, বিরোধীর ভূমিকায় এনসিপি

Advertisement

Advertisement

মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল ঘোষণার ১২ দিন সরকার গঠনে বিজেপি ও শিবসেনার জটিলতা অব্যাহত। শিবসেনার মুখ্যমন্ত্রীত্বের দাবি বিজেপি মানতে না চাওয়ায় এনসিপির দ্বারস্থ হয়েছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তবে এনসিপি নেতা শরদ পাওয়ার স্পষ্ট জানিয়ে দেন যে এনডিএ ছেড়ে না এলে সমর্থন নয় শিবসেনাকে। এখানেই সমস্যায় পড়ে উদ্ভব ঠাকরের দল।

Advertisement

মহারাষ্ট্রে অবিজেপি সরকার গড়তে তারা যতটা আগ্রহী ততটা আগ্রহী নয় কেন্দ্রের মন্ত্রীত্ব ছাড়তে। শিবসেনার এই মনোভাব বুঝতে পেরে এনসিপি নেতা বলেন, ‘মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনায় সরকার গড়বে। নিজেদের মধ্যে ঠিক কোন না কোন রফাসূত্র বের করবে তারা। এখন কয়েকদিন দরকষাকষির খেলা চালাচ্ছে নিজেদের মধ্যে।’ এরপরই নির্বাচনের ফলাফলের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘জনতা আমাদের বিরোধী আসনে দেখতে চেয়েছেন। তাই কংগ্রেস ও এনসিপি জোট বিরোধীর ভূমিকায় পালন করবে।’

Advertisement

Recent Posts