Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একাধিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার নবান্ন অভিযান যাবেন মাদ্রাসা শিক্ষকরা

কলকাতা: ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ময়দানের গান্ধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি রয়েছে। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পলাশ…

Avatar

কলকাতা: ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ময়দানের গান্ধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি রয়েছে। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পলাশ রমের অভিযোগ জানিয়েছেন।গতকাল তাদের আন্দোলনে বাধা দেয় পুলিশের একাংশ এবং সব মিলিয়ে ২৩ জন সদস্যকে আটকও করেছে পুলিশ। এরপরে কলকাতা প্রেস ক্লাবের সামনে তাদের বাধা দেয় পুলিশ প্রশাসন। এর মাঝেই শিক্ষা কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগানিং শুরু করেন।একাধিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার নবান্ন অভিযান যাবেন মাদ্রাসা শিক্ষকরাতখন দু পক্ষের মধ্যে অশান্তি বাধে। এর পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। সব মিলিয়ে প্রায়। ১২০ জন শিক্ষা কর্মীকে আটক করা হয়েছে। অনিয়মিত বেতন এবং মিড ডে মিল নিয়ে তারা বিক্ষোভ দেখান। সব ইস‍্যু নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচি ছিল কিন্তু তার মাঝেই পুলিশ  বিনা প্ররোচনায় নিগ্রহ করতে শুরু করে।
About Author