এইবছর ফেব্রুয়ারিতে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। মে মাসে ফল প্রকাশের কথা থাকলেও করোনা ভাইরাসের জেরে সঠিক সময়ে প্রকাশিত হয়নি রেজাল্ট। তবে তবে পর্ষদ সূত্রে খবর, চলতি সপ্তাহেই ফলপ্রকাশ করার চেষ্টা করতে চাইছে রাজ্য সরকার।
পর্ষদ সূত্রে খবর অনুযায়ী, এই সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে রাজ্য সরকার। তবে এটাও জানা গিয়েছে যে প্রত্যেকটি স্কুল স্যানিটাইজ করা না হলে মার্কশিট পাঠানো হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের নম্বর জানা যাবে। ফলপ্রকাশের দিন মার্কশিট পাওয়া যাবে না। পরবর্তীতে অভিভাবকদের দেওয়া হবে রেজাল্ট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। এই বছর ছাত্রদের তুললায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। তবে ঠিক কবে ফলপ্রকাশ হবে তা খোলসা করেননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। আর শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি।