অভিনেত্রী ও ডক্টর নেনে নিজেদের ছেলে রায়ানের স্নাতক স্তরের পড়াশোনা শেষ হওয়ার কথা জানিয়েই ছবি শেয়ার করেছেন। এক বড় অধ্যায় শেষ করে রায়ান নতুন জীবনে পা রাখতে চলেছে, সেকথাও তাদের ক্যাপশনের সূত্র ধরেই প্রকাশ পেয়েছে সকলের কাছে। তারা রীতিমতো গর্বিত ছেলেকে নিয়ে, ঝলকে তাদের চোখে মুখেই প্রকাশ পেয়েছে সেকথা। এদিন অভিনেত্রী ও ডক্টর নেনের শেয়ার করে নেওয়া ঝলকে তার সার্টিফিকেট নেওয়ার ঝলকও উঠে এসেছে। রায়ানের এই বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে অভিনেত্রীর পাশাপাশি ডক্টর নেনে ও অরিনও উপস্থিত ছিলেন এদিন। ছবিও তুলেছেন একসাথে। সেই ঝলকও মিলবে সোশ্যাল মিডিয়াতেই।
মাধুরী দীক্ষিতের বাড়িতে এলো সুখের উপহার, মিষ্টি বিতরণ করছেন তার স্বামী, দেখুন ছবি
৮০-৯০ দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। বর্তমানেও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা কায়েম রেখেছেন তিনি। একজন ভালো…

আরও পড়ুন