Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্কুলজীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল হলেন মাধুরী

কৌশিক পোল্ল্যে: বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের তালিকায় এনার নামটি সাজানো থাকবে প্রথম সারিতেই। নব্বইয়ের দশকের ওই মোহময়ী হাসি, অসাধারন নাচ এসব আজও মনে রেখেছেন দর্শকেরা, যারা মনের মনিকোঠায় মাধুরীকে জায়গা…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের তালিকায় এনার নামটি সাজানো থাকবে প্রথম সারিতেই। নব্বইয়ের দশকের ওই মোহময়ী হাসি, অসাধারন নাচ এসব আজও মনে রেখেছেন দর্শকেরা, যারা মনের মনিকোঠায় মাধুরীকে জায়গা করে দিয়েছিলেন। কেরিয়ারের প্রথমদিকে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে তাকে যথেষ্ট সংঘর্ষ করতে হয়েছে। পরবর্তীতে তার হিট ছবির যাত্রা শুরু হলে আর তাকে পিছন ঘুরে তাকাতে হয়নি।

বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে খানিক বিরতি নিয়েছেন অভিনেত্রী। তাকে শেষ দেখা গিয়েছে করন জোহরের মাল্টিস্টারার ছবি ‘কলঙ্ক’এ। যদিও সোশ্যাল মিডিয়ায় ইদানিংকালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মাধুরী। তার ছেলে আরিনের সঙ্গে নানান সৃজনশীল কাজের ভিডিও ক্যামেরাবন্দি করে অভিনেত্রী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, যা রমরমিয়ে ভাইরাল হয়ে যায় নিমেষের মধ্যেই। সম্প্রতি এড শেরেনের একটি জনপ্রিয় ওয়েস্টার্ন গান গেয়ে খবরের শীর্ষে উঠে আসেন মাধুরী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউনে গৃহবন্দি সময় কাটাতে গিয়ে আজ খানিকটা নস্টালজিক ম্যুডে রয়েছেন অভিনেত্রী। নিজের পুরোনো একটি ছবি সোশ্যাল মাধ্যমে আপলোড করে স্মৃতির আবেগে ভাসলেন তিনি। ছবিটি তার স্কুলজীবনে তোলা একটি স্মৃতি, যেখানে তিনি তার বোনের সঙ্গে একই মঞ্চে নাচ করছেন।

ক্যাপশনেও উঠে এল কিছু নস্টালজিক পুরোনো স্মৃতি বিজড়িত মন্তব্য। তিনি জানান, এটি তার বোনের সঙ্গে তার একটি বিশেষ মুহূর্তের ছবি। তারা দুজনেই বরাবর স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহন করতেন, এটি সেখান থেকেই নেওয়া। সঙ্গে অভিনেত্রী তাদের অনুরাগীদের নানান পুরোনো স্মৃতির কথাও জেনে নিতে চেয়েছেন। অপূর্ব নৃত্যভঙ্গিমারত বোনের সঙ্গে তোলা এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুরোনো দিনের মাধুরীকে দেখে ভীষন খুশি তার ভক্তরা, কমেন্টবক্সে উপছে পড়েছে সেই উচ্ছাস।মাধুরীর স্কুলজীবনের সেই ছবিটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

About Author