৮০-৯০ দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি নিজের অভিনয় কিংবা নাচের সূত্র ধরে নয়, নিজের সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই এই মুহূর্তে ভক্তমহলে চর্চিত অভিনেত্রী।
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসোশ্যাল মিডিয়ার পাতায় এখনকার ট্রেন্ডিং গানগুলির মধ্যে অন্যতম ‘মেরা দিল ইয়ে পুকারে’। এখন সাধারণ থেকে তারকা সকলেই মেতে উঠেছেন এই গানের তালে। বানাচ্ছেন রিল ভিডিও। সেই ঝলক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চোখে পড়ছে সকলের। এবার সেই ট্রেন্ডেই গা ভাসালেন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি এই গানের তালে তার বানানো ইনস্টারিল ভিডিওই তাকে নিয়ে চর্চা হওয়ার কারণ।
সম্প্রতি মাধুরী দীক্ষিত নিজের মেকাপ ভ্যানের মধ্যেই ‘মেরা দিল ইয়ে পুকারে’র তালে দেখা দিয়েছেন। ঘি রঙের একটি ডিজাইনার নেটের শাড়িতেই সেজে উঠেছিলেন তিনি। খোলা চুলে, মানানসই মেকাপে নজর সরানো যাচ্ছিল না অভিনেত্রীর উপর থেকে। মানানসই অলংকারও দেখা গিয়েছে তার অঙ্গে। থেকে থেকেই এমন নানা ট্রেন্ডিং গানের তালে দেখা মেলে অভিনেত্রীর। নিঃসন্দেহে বলা চলে অভিনেত্রীর এই ভিডিও আবারো মন কেড়ে নিয়েছে তার অগণিত ভক্তমহলের।
View this post on Instagram
উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেত্রী টেলিভিশন জগৎ’এর অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ঝালাক দিখ লাজা’তে বিচারক আসনে রয়েছেন। অবশ্য সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তার একাধিক ঝলক নিঃসন্দেহে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।