Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Madhuri Dixit Fan: এ যেন একেবারে মাধুরী দীক্ষিত, এই মেয়েকে দেখলে ধোঁকা খাবেন সকলেই

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। সেই সমুদ্রে ভেসে থেকে নিজের জনপ্রিয়তা দীর্ঘদিন কায়েম রাখতে পারেন খুব কমজনই। তাদের মধ্যে মাধুরী দীক্ষিত অন্যতম। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত তার জনপ্রিয়তা…

Avatar

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। সেই সমুদ্রে ভেসে থেকে নিজের জনপ্রিয়তা দীর্ঘদিন কায়েম রাখতে পারেন খুব কমজনই। তাদের মধ্যে মাধুরী দীক্ষিত অন্যতম। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত তার জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া। এখনো পর্দায় বলিউডের মোহিনী মাধুরী দীক্ষিতের এক ঝলক পেতে অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী। রইল সেই ঝলকই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি এই ভিডিওটি তুমুল ভাইরাল হতে দেখা গিয়েছে নেটনাগরিকদের মাঝে। ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি মধু শর্মা। তার পরিচয় তিনি মাধুরী দীক্ষিতের অন্ধ ভক্ত। বলাই যায় নিজেকে একেবারে তৈরি করেছেন নিজের প্রিয় অভিনেত্রীর মতোই। যার ফলস্বরূপ ভিডিওটি দেখে মধুকে অনেকেই মাধুরী দীক্ষিত ভেবে ভুল করেছেন। পরে অবশ্য ভালোভাবে দেখেই সেই ভুল ভেঙেছে। সম্প্রতি মধু শর্মার বানানো একটি ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত মাধুরী দীক্ষিত।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘পুকার’ বক্সঅফিস কাঁপিয়েছিল। জায়গা করে নিয়েছিল অসংখ্য দর্শকদের মনেও। সম্প্রতি সেই ছবিরই হিট গান ‘কে সারা সারা’র তালে দেখা মিলেছে মধু শর্মার। এই গানের সাথে একেবারে অভিনেত্রীর মতোই সাজে সেজেছিলেন তিনি, যা দেখে ধোঁকা খেয়েছেন অনেকেই। ভিডিওতে হালকা পার্পেল রঙের একটি ডিজাইনার পোশাকে দেখা মিলেছিল তার। পাশাপাশি মানানসই সাজে একেবারে অভিনেত্রীর মতোই দেখাচ্ছিল তাকে। বলাই বাহুল্য, তার লুক দেখলে সত্যিই বিশ্বাস করো মুশকিল তিনি মাধুরী দীক্ষিত নন। অবশ্য মধু শর্মার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই সাম্প্রতিক ভিডিওর মতো আরো একাধিক ভিডিওর দেখা মিলবে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মাধুরী দীক্ষিতের মিমিক্রিও করে থাকেন তিনি। অবশ্য সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই জানা যাবে।

About Author