সম্প্রতি ইনস্টাগ্রামে ‘মাধুরী দীক্ষিত ৪১’ নামের একটি পেজ থেকে অভিনেত্রীর নাচের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে একটি কালো শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে। তারই অভিনীত ‘দেবদাস’ ছবির জনপ্রিয় গান ‘দোলারে দোলারে’তে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে অভিনেত্রীকে। সম্ভবত এটি কোন রিয়্যালিটি শোয়ের মঞ্চ ছিল। সেখানে তিনি হয়তো বিচারক হিসেবেই উপস্থিত ছিলেন। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এটি বেশ কয়েকবছরের পুরনো। তবে সম্প্রতি এটি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়ার পর থেকেই রীতিমতো ভাইরাল হয়েছে অভিনেত্রীর অনুরাগীদের মাঝে। উল্লেখ্য, পর্দায় এই গানের সাথে নাচতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতকে। আজও এই গান মানুষের মনে একইভাবে জনপ্রিয় হয়ে রয়ে গিয়েছে।
বাহ চন্দ্রমুখী…’দোলারে দোলারে’ গানের সাথে তুমুল নাচলেন মাধুরী দীক্ষিতের
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেত্রী তিনি। তার ভক্তের সংখ্যা অগণিত। তার রূপে ও গুণে মুগ্ধ লাখো মানুষ। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন…

আরও পড়ুন