Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে ছেলের সাথে নেচেই মুগ্ধ করলেন মাধুরী দীক্ষিত, ভাইরাল ভিডিও

কৌশিক পোল্ল্যে: লকডাউনে সময় যেন কাটতেই চাইছে না। এক একটা দিন, একটা বছরের মতো অনুভব হচ্ছে। তবু সকলেই নিরুপায় আমরা। এখনও টানা ১৮ টি দিন গৃহবন্দি থাকতে হবে সকলকে, এমনটাই…

Avatar

কৌশিক পোল্ল্যে: লকডাউনে সময় যেন কাটতেই চাইছে না। এক একটা দিন, একটা বছরের মতো অনুভব হচ্ছে। তবু সকলেই নিরুপায় আমরা। এখনও টানা ১৮ টি দিন গৃহবন্দি থাকতে হবে সকলকে, এমনটাই নির্দেশ। ঘরে থাকতে থাকতে নাজেহাল সেলেবরাও, তাই সময় কাটাতে সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে আসছে তাদের নানান ক্রিয়েটিভিটি।

গান গেয়ে, ঘরের কাজ করে কিংবা সবজি চাষ করে ভক্তদের ইমপ্রেস করা তো অনেক হল। এবার কিংবদন্তী নৃত্যের স্বাদ পেলেন নেটাগরিকরা। আবারো পায়ে ঘুঙুর বেঁধে নাচতে দেখা গেল বলিউডের ড্যান্সিং কুইন ও নাচের মল্লিকা মাধুরী দীক্ষিতকে। শেষবার তাকে ‘কলঙ্ক’ সিনেমাতেই নাচের দৃশ্যে দেখা গিয়েছে। এবার সোশ্যাল মিডিয়াতে নৃত্যরত মাধুরীর ভিডিও এল অনুরাগীদের সম্মুখে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখানেই চমকের শেষ নেই, মাধুরীর সঙ্গে তবলা সঙ্গতে রয়েছেন তারই ছেলে। নৃত্যের তালে তালে ঘুঙুর ও তবলার যুগলবন্দীতে এক অসাধারন পরিবেশের সৃষ্টি হয়েছে। কিছুক্ষন পরে মায়ের সঙ্গে নাচের পাঠ শিখলেন ছেলে। ভারতীয় ক্লাসিক্যালে এই অভিনেত্রী কত্থকে চরম দক্ষ, তারই প্রমান মিলল আরও একবার।

সমস্ত ঘটনাটি ক্যামেরাবন্দি করে সোশ্যালে পোস্ট করেন মাধুরী। তার নাচ দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। তিনি যেভাবে নিজের ছেলেকে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের পাঠ শেখাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। এই নিয়েই কাটছে দিন। তার কাজে রীতিমতো খুশি তার ভক্তরা এবং এরকম আরও ভিডিও আপলোড করারও অনুরোধ জানিয়েছেন। এখন আপনার সাজানো রইল সেই নাচের ভিডিয়োটি, চলুন দেখে নেওয়া যাক।

 
View this post on Instagram
 

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene) on

About Author