Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টিভির পর্দা থেকে বেরিয়ে ‘বোল্ড’ লুকে মধুমিতা, ভাইরাল ভিডিও

'বোঝেনা সে বোঝেনা'য় 'পাখি'র ভূমিকাতে দর্শক প্রথম চিনেছিল মধুমিতা সরকারকে। সেই মধুমিতা বহু বাংলা সিরিয়ালে অভিনয় করেছে। কখনো পাখি তো কখনো ইমন হয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু সেই…

Avatar

‘বোঝেনা সে বোঝেনা’য় ‘পাখি’র ভূমিকাতে দর্শক প্রথম চিনেছিল মধুমিতা সরকারকে। সেই মধুমিতা বহু বাংলা সিরিয়ালে অভিনয় করেছে। কখনো পাখি তো কখনো ইমন হয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু সেই মিষ্টি মেয়ে এখন একদম আলাদা। ভোল পাল্টে বোল্ড লুকে সবসম্য ধরা দেন নিজের ইন্সটাগ্রাম ও ফেসবুকে।টিভির পর্দা থেকে বেরিয়ে 'বোল্ড' লুকে মধুমিতা, ভাইরাল ভিডিওকখনো ব্ল্যাক শাড়িতে দাড়িয়ে নিজেকে অনন্যা করে তুলছেন তো কখনো লাল পোশাকে নিজেকে সেক্সি করে তুলছেন।টিভির পর্দা থেকে বেরিয়ে 'বোল্ড' লুকে মধুমিতা, ভাইরাল ভিডিওএকটার পর একটা রঙ নিয়ে মধুমিতা খেলছেন। তবে মধুমিতা নিজে জানিয়েছেন যে তাঁর প্রিয় রঙ কালো। তাই আবারও কালো পোশাকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রী অন্ধকার থেকে এলেন দাঁড়ালেন আবার মিলিয়ে গেলেন। চলুন দেখি সেই ভিডিও।টিভির পর্দা থেকে বেরিয়ে 'বোল্ড' লুকে মধুমিতা, ভাইরাল ভিডিও২০২০তে প্রতীম ডি. গুপ্তার ‘লাভ আজকাল পরশু’ দিয়ে মধুমিতার ফিল্ম কেরিয়ার শুরু হয়ে গিয়েছে। যেখানে বোল্ড লুকে দেখা গিয়েছিলো মধুমিতাকে, সঙ্গে ছিল উষ্ণ রোম্যান্স। আবারও বড় পর্দার জন্য শ্যুটিং করছেন অভিনেত্রী। অর্জুনের সঙ্গে জুটি বেধে দেবদাস একটি খুনের গল্প দিয়ে হাজির হবেন অভিনেত্রী। কিন্তু তাঁর আগেই যে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী। যখন তখন যেকোনো লাস্যময়ী লুকে ধরা দিচ্ছেন অভিনেত্রী।ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ‘আর একটু অপেক্ষা’। সেখান থেকে অবশ্য প্রশ্ন জাগছে, তবে কি নতুন কিছু আসছে?
About Author