Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বোল্ড ফটোশ্যুট চলাকালীন কোনমতে নিজেকে সামলে নিলেন মধুমিতা, দেখুন সেই ছবি

আর একটু হলেই বিরাট বিপদ হয়ে যেতে পারত টেলি সেন্সেশন মধুমিতা সরকারের সঙ্গে। কিছুদিন আগেই স্টার জলসার মহালয়া অনুষ্ঠানে সীতার চরিত্রে অভিনয় করে ছিলেন মধুমিতা, এরপর আবার ফটোশ্যুটে মন দিয়েছেন…

Avatar

আর একটু হলেই বিরাট বিপদ হয়ে যেতে পারত টেলি সেন্সেশন মধুমিতা সরকারের সঙ্গে। কিছুদিন আগেই স্টার জলসার মহালয়া অনুষ্ঠানে সীতার চরিত্রে অভিনয় করে ছিলেন মধুমিতা, এরপর আবার ফটোশ্যুটে মন দিয়েছেন অভিনেত্রী। পুজোর আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই উত্তাপ ছড়াচ্ছেন অভিনেত্রী। ব্যাস, এই উত্তাপ ছড়ানোর সময়েই ঘটে যাচ্ছিল চরম অঘটন।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রীর ডান দিকের কাঁধ থেকে টপের ফিতে একটু হলেই খুলে যাচ্ছিল। অভিনেত্রী কোনমতে হাত দিয়ে সেই ফিতে ধরে ফেলেন।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

ইতিমধ্যেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একের পর এক হট বোল্ড ছবি শেয়ার করছেন মধুমিতা। সেই সঙ্গে সকল ফ্যানেদের সমান ভাবে উত্তর দেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

এক এক দিন একেক রকম ফটোশ্যুট করিয়ে চলেছেন বোল্ড মধুমিতা। কখনো রেড হট টপে উষ্ণতা ছড়াচ্ছেন তো কখনো ব্ল্যাক ট্রান্সপারেন্ট শাড়িতে যৌনতার আবেদন ফুটিয়ে তুলছেন।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

খুব শীঘ্রই মধুমিতা-অর্জুনের রসায়ন আপনারা দেখতে পাবেন ওটিটি প্ল্যাটফর্মে। আসতে চলেছে ‘দেবদাস ও একটি খুনের গল্প’। অর্জুন ও মধুমিতা ছাড়াও ওয়েব সিরিজটিতে দেখা যাবে রাইমা সেনকে। ‘লাভ আজ কাল পরশু’তে জমিয়ে প্রেম করেছিলেন মধুমিতা অর্জুনের সঙ্গে। এবারে আবার মধুমিতাকে বোল্ড চরিত্রে দেখা যাবে ‘দেবদাস ও একটি খুনের গল্প’ মুভিতে।

About Author