Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শীতের আমেজে বোল্ড ফোটোশুট, গোটা শরীর থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার

সম্প্রতি অভিনেত্রী মধুমিতা সরকার শীতের আমেজ সেলিব্রেট করলেন নীল রঙের উলের পোশাকে। মধুমিতা ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই ছবিতে মধুমিতার পরনে রয়েছে অফ শোল্ডার উলেন শর্ট…

Avatar

সম্প্রতি অভিনেত্রী মধুমিতা সরকার শীতের আমেজ সেলিব্রেট করলেন নীল রঙের উলের পোশাকে। মধুমিতা ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই ছবিতে মধুমিতার পরনে রয়েছে অফ শোল্ডার উলেন শর্ট ড্রেস। এই ছবিতে নো-মেকআপ লুক মধুমিতাকে আরও সুন্দর করে তুলেছে।

অভিনেত্রী মধুমিতা সরকার সানন্দা টিভির জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘সবিনয় নিবেদন’-এ অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর স্টার জলসার বিখ‍্যাত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না ‘-র ‘পাখি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়। পাখির ফ্যাশন নকল করে বাজারে আসে পমপম ডিজাইনের গয়না ও পোশাক। কিন্তু মধুমিতাকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। এরপর মধুমিতার কাছে আসতে থাকে ফিল্মের অফার। টলিউডে মধুমিতার ফিল্ম ডেবিউ হয় ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করে মধুমিতা প্রশংসনীয় হন। এই মুহূর্তে তিনি মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘চিনি’-তে অভিনয় করছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর। তাঁদের বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। একসময় তাঁরা দুজনে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদের পর মধুমিতা এক নামী প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে এখনও অবধি তাঁর কোনো সম্পর্কের সত্যতা প্রমাণ হয়নি।

About Author