এছাড়া নানান ফটোশুটের কাজ তো আছেই। এতো হল কাজের কথা। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। মা দুর্গার আগমন ঘটেছে। শরতের ঝিলমিলে রোদ, মন্ডপে দুর্গাপ্রতিমার আগমন, কাশের বন সবকিছুই হাতছানি দিয়েছে। চলে এসেছে, ‘পুজোর গন্ধ এসেছে’। আর এর মাঝেই রাজকুমারী বেশে ধরা দিলেন মধুমিতা। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এক সুন্দর ভিডিও শেয়ার করলেন।একনজরে দেখে নেওয়া যাক। এই মধুমিতার ল একেবারে অন্য রকম। যেন রূপকথার পাতা থেকে উঠে আসা অপরুপা সুন্দরী রাজকন্যে। গাঢ় নীল রঙা বাহারি লেহঙ্গায় রাজকীয় সাজ। ভারী লেহেঙ্গার সাথে সারা শরীর ঢেকেছে গয়নায়। মাথায় ভারী টিকলি, গলায় কুন্দন হার, নাকে নথ, একগুচ্ছ চুড়ি আর নিউড মেক আপ। মাথায় লাল চুর্ণি আর লাস্যময়ী হাসিতে ফিদা অনেকে। এমন সাজে মধুমিতাকে সচরাচর দেখা যায় না। অচেনা রূপেই অনন্যা অভিনেত্রী। এই সাজের সাথে ব্যকগ্রাউন্ডে বাজছে মস্ত মগন। এই সাজের ভিডিও শেয়ার করে ক্যপশানে লিখলেন, ‘ষষ্ঠীতে হোক না একটু মাস্ত মাগন’। এরপর অনুগামীরাও অভিনেত্রীর এই সাজের প্রশংসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই সুন্দর ভিডিও।
Madhumita Sarcar : মহাষষ্ঠীর দিন রাজকুমারীর বেশে মধুমিতা! রইলো ভিডিও
টেলিভিশনে বহু বছর ধরে অভিনয় করেছেন মধুমিতা সরকার। চারটি ধারাবাহিকে পর পর নায়িকার চরিত্রে অভিনয় করে গত বছর টলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার। প্রথম সিনেমাতেই নিজের ঘরোয়া মিষ্টি মেয়ের…

By

আরও পড়ুন