Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বোল্ড লুকে দর্শকদের মন কাড়লেন মধুমিতা, ভাইরাল সেই ছবি

সদ্যই মুক্তি পেয়েছে তার ছবি ‘লাভ কাল পরশু’ নন্দন, পিভিআর সহ বহু মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে বেশ রমরমিয়ে চলছে এই সিনেমা, ছবির রিভিউ বেশ ভালো। ‘মাছের ঝোল’ এর মতো ছবি…

Avatar

সদ্যই মুক্তি পেয়েছে তার ছবি ‘লাভ কাল পরশু’ নন্দন, পিভিআর সহ বহু মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে বেশ রমরমিয়ে চলছে এই সিনেমা, ছবির রিভিউ বেশ ভালো। ‘মাছের ঝোল’ এর মতো ছবি করার পর দর্শকদের স্বাদ পালটানোর উদ্দেশ্যে একেবারে অন্যরকম একটি ছবি উপস্থাপন করলেন পরিচালক প্রতিম দাশগুপ্ত। ১৪ই ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত এই ছবির মূল গল্প ভালোবাসাকে কেন্দ্র করে। একইসঙ্গে বহুনামে ও চরিত্রে দেখা যাবে টাটকা জুটি অর্জুন মধুমিতাকে, যাদের অভিনয় ছবিতে দুর্দান্ত।

এসভিএফ সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কেরিয়ারের প্রথম ছবি করলেন মধুমিতা, তাই তার অভিজ্ঞতা আর সবার থেকে একটু অন্যরকম; যদিও টেলিভিশন জগতে তিনি একজন সুপারস্টার। ছবির মুক্তির পরও সমানে চলছে এর প্রমোশন। পরিচালক সহ ছবির তারকারা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন হলে, সেখানে ফ্যানসদের সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে ছবির রিভিউ জানতে চাওয়া সবটাই হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ক্যালেন্ডারের জন্য নগ্ন ফোটো শ্যুট করলেন কিয়ারা আডবানি ও সানি লিওনি, দেখুন সেই ছবি

এরই মাঝে মধুমিতার একটি বোল্ড লুক প্রকাশ্যে এল। ওয়েস্টার্ন ড্রেসে মোহময়ী এই অভিনেত্রীর অসাধারন লুক পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। ভক্তরা তার ছবি নিয়ে খুবই উত্তেজিত। ইতিমধ্যে এসভিএফ এর আরও একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন মধুমিতা যার শ্যুটিং খুব শীঘ্রই শুরু হবে। মধুমিতার পোস্ট করা ছবিটি নীচে অপেক্ষমান, আসুন একঝলক দেখে নিন।

About Author