Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মা সীতার লুকে ধরা দিলেন অভিনেত্রী মধুমিতা, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়

স্টার জলসার এবারের মহালয়া নজর কেড়েছে ইতিমধ্যেই। বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের নির্দেশনার পাশাপাশি মা দুর্গার ভূমিকায় অবতীর্ণ অভিনেত্রী মিমি চক্রবর্তী। গল্পের আখ্যানে থাকছে রামায়ণের অকালবোধন। ইতিমধ্যে মিমি চক্রবর্তীর মা দুর্গা…

Avatar

স্টার জলসার এবারের মহালয়া নজর কেড়েছে ইতিমধ্যেই। বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের নির্দেশনার পাশাপাশি মা দুর্গার ভূমিকায় অবতীর্ণ অভিনেত্রী মিমি চক্রবর্তী। গল্পের আখ্যানে থাকছে রামায়ণের অকালবোধন।ইতিমধ্যে মিমি চক্রবর্তীর মা দুর্গা লুক ও মহালয়ার প্রথম টিজারটি জনপ্রিয় হয়েছে বিনোদনপ্রেমীদের কাছে। এবার প্রকাশিত হল মা সীতার লুক।ছোটপর্দার অভিনেত্রী মধুমিতা সরকার এবারে অভিনয় করেছেন সীতার ভূমিকায়। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই নিজের চরিত্রের লুক প্রকাশ করেছেন অভিনেত্রী। গৈরিক বসন, এলো চুল, গলায় পুঁতির হার ও হাতে চুরি সহ হালকা মেকআপের লুকেই দেখা যাচ্ছে মা সীতাকে। অভিনেত্রীকে মা সীতার এই রূপটিতে যথেষ্ট মানানসই লাগছে।
About Author