করোনা সংক্রমণের জেরে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে বেশ কিছুদিন অতিরিক্ত সময় লাগল। ফেব্রুয়ারি মাসে এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। প্রতিবছর মে মাসে ফলাফল ঘোষণা হয়। কিন্তু এইবছর ফলাফল ঘোষণা হল জুলাই মাসে। ১৩৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হল এই বছর। সকাল ১০ টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করে জানান, এই বছর সফল পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন। গতবছর পাশের হার ছিল ৮৬.০৭%। এই বছর পাশের হার ৮৬.৩৪%। মেয়েরা পাশ করেছে ৮৩.৪৮%, আর ছাত্রদের ক্ষেত্রে এই হার ৮৯.৮৭% ।
এইবছর মাধ্যমিকে ৭০০ নম্বরের মধ্যে ৬৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মেমারির অরিত্র পাল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভীক দাস।
তৃতীয় স্থানে ৬৯০ নম্বর পেয়ে রয়েছেন তিনজন, কেন্দুয়াডিহির সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র এবং রহড়ার অরিত্র মাইতি।
পাশের হারে সবচেয়ে আগে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৬.৫৯%।
পশ্চিম মেদিনীপুরে এই হার ৯২.১৬%।
কলকাতায় ৯১.০৭%।
দক্ষিণ ২৪ পরগনায় ৯০.৬০%,
উত্তর ২৪ পরগনায় ৯০.০৫%,
হুগলিতে ৮৮.৫৭%,
হাওড়ায় ৮৭.৭৩% ।