Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৈরি হল করোনা গেম, চমৎকার অবিস্কার দুই খুদের

করোনার থাবাতে গোটা বিশ্ব। ক্রমেই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। বিভিন্ন দেশেই জারি হয়েছে লকডাউন। কিন্তু তবুও দমানো যায়নি করোনার দাপট। এই করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পেতে নানারকম স্বাস্থ্যবিধি অবলম্বন…

Avatar

করোনার থাবাতে গোটা বিশ্ব। ক্রমেই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। বিভিন্ন দেশেই জারি হয়েছে লকডাউন। কিন্তু তবুও দমানো যায়নি করোনার দাপট। এই করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পেতে নানারকম স্বাস্থ্যবিধি অবলম্বন করতে বলা হয়েছে। প্রত্যেককে সামাজিক দূরত্বতা বজায় রাখতে বলা হয়েছে। কিন্তু এবার করোনা রুখতে ব্যবহৃত হবে গেম! হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে।

করোনা গেমের আবিষ্কার করেছে পাকিস্তানের  যুবক। একজনের বয়স ১৩ বছর আর অন্যজনের বয়স ১৪ বছর। এই গেমের মাধ্যমে জানা যাবে কি কি করা উচিত, আর কি কি করা উচিত নয়। এছাড়া করোনা নিয়ে যেসব ধারণা তৈরী হয়েছে বা মিথ রয়েছে, সেগুলির বৈজ্ঞানিক ব্যাখা দেওয়া হবে। এই গেমের পোশাকি নাম  ‘STOP the SPREAD’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যেই দুই বালক এই গেম তৈরী করেছে, তাঁদের নাম ১৩ বছরের নভান, ১৪ বছরের কেনান। এই দুই বালক জানিয়েছে যে এই গেমে ছটি লেভেল রয়েছে। প্রথম চারটি লেভেল খেলায় জিতলে তবেই পাঁচ নম্বর লেভেল আনলক হবে। আর যে ব্যক্তি এই ছয়টি লেভেল জিতবে, সেই ব্যক্তিকে ‘করোনা ওয়ারিয়র’ বলা হবে। ফেব্রুয়ারি মাস থেকে এই গেম তৈরী হয়েছিল,  এপ্রিল মাসে এই গেম সম্পূর্ণ হয়েছে। এই দুই খুদে জানিয়েছে যে অন্যান্য গেমের যা ফিচার্স আছে, এটাতেও তাই আছে। নতুন প্রজন্মের ছেলেরা এই গেমের প্রতি আকৃষ্ট হবে তাঁরা মনে করছেন।

About Author